4 হাজারে কমে EMI, ডাউন পেমেন্ট লাগবে না, BMW তাদের নয়া বাইক কেনার দারুণ সুযোগ দিচ্ছে

বিএমডব্লিউ (BMW) ভারতে তাদের সবচেয়ে সস্তা ফুল ফেয়ার্ড স্পোর্টস বাইক G 310 RR লঞ্চ করতে চলেছে। ১৫ জুলাই দিনটি লঞ্চের জন্য ধার্য করা হয়েছে। এই ঘোষণার পরই স্পোর্টস বাইকটির অগ্রিম বুকিং নেওয়া শুরু করল বিএমডব্লিউ। ভারতীয় ক্রেতাদের সুবিধার্থে সম্পূর্ণ ফেরত যোগ্য অর্থের বিনিময়ে বুকিং করা যাবে বলে জানানো হয়েছে। বাজারে পা রাখা মাত্রই BMW G 310 RR গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া শুরু হবে। জার্মান সংস্থাটি জানিয়েছে ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ অনুযায়ী ডেলিভারি দেওয়া হবে। অর্থাৎ যিনি আগে বুকিং করবেন, তিনি ডেলিভারিও আগে পাবেন।

BMW G 310 RR কিনতে যাতে কোনো বেগ পেতে না হয়, সেজন্য লোন দেওয়ার ব্যবস্থা রাখছে বিএমডব্লিউ-র ভারতীয় শাখা। এই পরিষেবায় সম্পূর্ণ বিনে পয়সায় বাড়ি নিয়ে আসা যাবে G 310 RR। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। জিরো ডাউন পেমেন্টে কেনা যাবে বাইকটি। এছাড়া মাসিক কিস্তি শুরু হচ্ছে মাত্র ৩,৯৯৯ টাকা থেকে। সাথে বীমা এবং আনুষঙ্গিক সুবিধা রয়েছে।

আকর্ষণীয় বিষয়, বাইকটি বুকিংয়ের সময়ই গ্রাহকরা চাইলে লোনের আবেদন জানাতে পারবেন। বাইকটি লঞ্চের আগেই যার অনুমোদন দেওয়া হবে। মানে লঞ্চের পর ডেলিভারি শুরু হওয়ার সাথে সাথেই বাইকটি বাড়ি নিয়ে আসা যাবে। প্রসঙ্গত, Apache RR 310-এর রিব্যাজেড ভার্সন হিসেবে আসবে G 310 RR।

৩১৩ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনে চলবে G 310 RR, যা থেকে ৯,৫০০ আরপিএম গতিতে ৩৩ বিএইচপি ক্ষমতা এবং ৭,৫০০ আরপিএম গতিতে ২৮ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের সঙ্গে থাকবে ৬-স্পিড গিয়ার বক্স এ  স্লিপার ক্লাচ। বাইকের দাম হতে পারে ২.৯০ লক্ষ টাকার (এক্স-শোরুম) কাছাকাছি। মূল্যের দিক থেকে BMW G 310 RR-এর স্থান সংস্থার এদেশে দুটি এন্ট্রি লেভেল বাইক G 310 R ও G 310 GS-এর মাঝামাঝি।