Mahindra-র কনসেপ্ট ইলেকট্রিক এসইউভি শোরগোল ফেলল গাড়ি বাজারে, ছবি দেখুন

গত বছর আগস্টে ব্রিটেনের মাটিতে ভারতীয় সংস্থা মাহিন্দ্রা (Mahindra) তাদের নতুন বর্ন ইলেকট্রিক (Born-Electric) এসইউভি (SUV) রেঞ্জের প্রদর্শন করেছিল। এবারে সংস্থাটি এদেশের বাজারেও বৈদ্যুতিক গাড়িটির ঝলক দেখালো। হায়দ্রাবাদে অনুষ্ঠিত ‘ফর্মুলা ই রেস’ (Formula E Race) উপলক্ষ্যে গাড়িগুলির আত্মপ্রকাশ ঘটানো হয়েছে।

মাহিন্দ্রা তাদের BE Rall-E ইলেকট্রিক এসইউভি কনসেপ্ট মডেলটি উন্মোচিত করেছে। এটি আদতে BE.05 ইলেকট্রিক এসইউভি কনসেপ্টের অধিক রাগেড এবং স্পোর্টি ভার্সন। BE Rall-E-তে উজ্জ্বল হলুদ পেইন্ট স্কিমে পিয়ানো ব্ল্যাক স্পর্শ দ্বারা ফিনিশিং দেওয়া হয়েছে।

গাড়িটির সামনে রয়েছে রাগেড বাম্পার এবং চাংকি হুইল আর্চ। সামনে দেওয়া হয়েছে এলইডি ডিআরএল সহ একটি স্প্লিট হেডল্যাম্প সেটআপ, এবং লোয়ার বাম্পারে গোলাকৃতি হেডলাইট। আবার সামনে ও পেছনে অরেঞ্জ টাও হুক যোগ করা হয়েছে। দেওয়া হয়েছে একটি রুফ র‍্যাক, ১৬ ইঞ্চি স্টিয়ারিং হুইল, বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং ফ্লাশ টাইপ ডোর হ্যান্ডেল। ক্যুপ এসইউভি স্টাইলিংয়ের গাড়িটিতে উপস্থিত স্লিম এলইডি লাইটবার।

২০২৫-এর অক্টোবরে ইলেকট্রিক এসইউভি BE.05 লঞ্চ করবে মাহিন্দ্রা। সংস্থার লাইনাপে এর স্থান XUV400-এর আগে থাকবে। গাড়িটির প্রতিপক্ষ মডেল হিসেবে রয়েছে MG ZS EV ও Hyundai Kona EV। এটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং হুইলবেস যথাক্রমে – ৪,৩৭০ মিমি, ১,৯০০ মিমি, ১,৬৩৫ মিমি, ও ২,৭৭৫ মিমি। এটি সংস্থার নতুন INGLO প্ল্যাটফর্মের উপর নির্ভর করে আসবে, যা Volkswagen গোষ্ঠীর MEB প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি।