Vivo, Oppo, OnePlus, Realme-র ৮ জিবি র‍্যামের সেরা স্মার্টফোনগুলি দেখে নিন

ক্রেতাদের চাহিদার সাথে পাল্লা দিয়ে স্মার্টফোন নির্মাতা সংস্থাগুলি তাদের লেটেস্ট হ্যান্ডসেটগুলি অত্যাধুনিক ফিচারের সাথে নিয়ে আসছে। ফাস্ট পারফরম্যান্সের জন্য শক্তিশালী প্রসেসরের সাথে এই ফোনগুলিতে থাকছে বেশি র‍্যাম স্টোরেজ। ফলে গেম বা ভারী কোনো অ্যাপ ব্যবহারের সময় ফোন স্লো হওয়ার চিন্তা থাকছে না। তাই আপনিও যদি ফাস্ট প্রসেসর এবং অধিক র‍্যাম যুক্ত একটি নয়া স্মার্টফোন কিনতে আগ্রহী হন তাহলে, আজ আমরা আপনাদের ৮ জিবি র‍্যামের সাথে লঞ্চ হওয়া কয়েকটি দুর্দান্ত স্মার্টফোনের ব্যাপারে জানাবো, যেগুলির দাম শুরু হবে ২১,৯০০ টাকার থেকে।

৮ জিবি র‍্যাম এবং শক্তিশালী গেমিং প্রসেসর যুক্ত স্মার্টফোনের তালিকা

Realme X7 Pro

অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক ওএস দ্বারা চালিত রিয়েলমি এক্স৭ প্রো স্মার্টফোনে ৬.৫৫ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে। এই ডিসপ্লের, রেজোলিউশন ১,০৮০x২,৪০০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক্সেল ডেনসিটি ৪০২ পিপিআই। ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে এতে, কোয়াড-রিয়ার ক্যামেরা (৬৪ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল) সেটআপ এবং ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। থাকছে, ২.৬ গিগাহার্টজ ক্লক রেটের মিডিয়াটেক ডাইমেনসিটি ১০০০ প্লাস প্রসেসর। এতে, ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। এতে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি আছে।

দাম: Realme X7 Pro স্মার্টফোনের মূল্য ২৯,৯৯৯ টাকা। এটিকে ফ্যান্টাসি এবং মিস্টিক ব্ল্যাক কালারে পাওয়া যাবে।

OPPO Reno 5 Pro 5G

ওপ্পো রেনো ৫ প্রো ৫জি স্মার্টফোনে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪০২ পিপিআই পিক্সেল ডেনসিটি সহ ৬.৫৫ ইঞ্চির (১,০৮০x২,৪০০ পিক্সেল) সুপার অ্যাডমোলেড ডিসপ্লে রয়েছে। এই স্মার্টফোনের ক্যামেরা এবং স্টোরেজ ক্যাপাসিটি পূর্ববতী রিয়েলমি এক্স৭ প্রো স্মার্টফোনের ন্যায়। এতেও উন্নত পারফরম্যান্সের জন্য ২.৬ গিগাহার্টজ ক্লক রেটের মিডিয়াটেক ডাইমেনসিটি ১০০০ প্লাস অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই স্মার্টফোনে, VOOC 2.0 চার্জিং প্রযুক্তি সাপোর্ট সহ ৪,৩৫০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি আছে।

দাম: OPPO Reno 5 Pro 5G স্মার্টফোনের মূল্য ৩৫,৯৯০ টাকা। এটিকে অরোরা ব্লু, মুনলাইট নাইট, স্টারি নাইট এবং ষ্টার উইশ রেড -এই চারটি কালারে পাওয়া যাবে।

OnePlus Nord CE 5G

ওয়ানপ্লাস নর্ড সিই ৫জি ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড অক্সিজেনওএস ১১-এ চলবে। এই ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৪৩-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে, অ্যাড্রনো ৬১৯ জিপিইউ সহ স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, যার সাথে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং (Warp Charge 30T Plus) সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৭৯ অ্যাপারচার ও EIS সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/ ২.২৫ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য আছে ১৬ মেগাপিক্সেল Sony IMX471 ফ্রন্ট ক্যামেরা। সিকিউরিটির জন্য এতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

দাম: OnePlus Nord CE 5G স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ২৪,৯৯৯ টাকা।

OPPO F19 Pro

ওপ্পো এফ১৯ প্রো স্মার্টফোনে, ৬.৪৩ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এর রেজোলিউশন ১,০৮০x২,৪০০ পিক্সেল, রিফ্রেশ রেট ৬০ হার্টজ এবং পিক্সেল ডেনসিটি ৪০৯ পিপিআই। ফটোগ্রাফির জন্য থাকছে, ৪৮ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল সেন্সর যুক্ত একটি কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ। আর সেলফি তোলার জন্য ইউজাররা পেয়ে যাবেন, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটি ২.২ গিগাহার্টজ ক্লক রেটের মিডিয়াটেক হেলিও পি৯৫ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ওপ্পো এফ১৯ প্রো স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য, VOOC 4.0 চার্জিং টেকনোলজির সাথে ৪,৩১০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

দাম: OPPO F19 Pro স্মার্টফোনের ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম ২১,৯০০ টাকা। এটিকে ম্যাট ব্ল্যাক, ম্যাজিক ব্লু এবং মেটালিক হোয়াইট কালারে পাওয়া যাবে।

Vivo V20

ভিভো ভি২০ স্মার্টফোনে, ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪০২ পিপিআই পিক্সেল ডেনসিটি সহ ৬.৪৪ ইঞ্চির (১,০৮০x২,৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে আছে। ফটোগ্রাফির জন্য থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হলো, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেন্সর। এরই সাথে, ৪৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে হ্যান্ডসেটে। অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনে আছে অ্যান্ড্রয়েড ভি১১ ভিত্তিক কাস্টম ওস। এই ফোনে, ২.৩ গিগাহার্টজ ক্লক রেটের স্ন্যাপড্রাগন ৭২০জি অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে, ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। আর থাকছে ৪,০০০ এমএএইচ পাওয়ারের একটি ব্যাটারি।

দাম: Vivo V20 স্মার্টফোনের মূল্য ২৩,৯৯০ টাকা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন