দুর্দান্ত ছাড়ে আজ কিনুন Redmi Note 10 Pro, রয়েছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা

এই মাসের শুরুতেই Redmi Note 10 ও Redmi Note 10 Pro Max এর সাথে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 10 Pro। আজ প্রথমবার এই ফোনটি কেনা যাবে। দুপুর ১২টায় অনলাইন ও অফলাইন স্টোর থেকে ফোনটির সেল শুরু হবে। আপনি যদি মিড রেঞ্জে কোনো ফোন খুঁজে থাকেন তাহলে রেডমি নোট ১০ প্রো আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। কারণ এই ফোনে আছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা, পাওয়ারফুল ব্যাটারি ও অক্টা কোর প্রসেসর।

Redmi Note 10 Pro এর দাম ও অফার

রেডমি নোট ১০ প্রো ভারতে তিনটি স্টোরেজের সাথে পাওয়া যাবে। যেগুলি হল ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম ও ১২৮ স্টোরেজ। এদের দাম যথাক্রমে ১৫,৯৯৯ টাকা, ১৬,৯৯৯ টাকা ও ১৮,৯৯৯ টাকা। ফোনটি গ্লাসিয়ার ব্লু, ডার্ক নাইট ও ভিনটেজ ব্রোঞ্জ কালারে উপলব্ধ।

আজ দুপুর ১২টায় অনলাইনে Amazon, mi.com এবং অফলাইনে Mi stores থেকে ফোনটির সেল শুরু হবে। লঞ্চ অফার হিসাবে  ICICI ব্যাংকের গ্রাহকরা ক্রেডিট কার্ড ব্যবহার করে বা ইএমআই ট্রানজাকশনে Redmi Note 10 Pro এর ওপর ১,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবে। আবার ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে MobiKwik এর মাধ্যমে পেমেন্ট করলে।

Redmi Note 10 Pro এর স্পেসিফিকেশন

রেডমি নোট ১০ প্রো ফোনে আছে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন সহ ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) সুপার অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং এটি TÜV Rheinland লো ব্লু লাইট সার্টিফিকেশন প্রাপ্ত। এই ফোনে অক্টা কোর স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে আছে এড্রেনো ৬১৮ জিপিইউ। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই ১২ ওএসে চলবে। 

Redmi Note 10 Pro ফোনটি ৫,০২০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। এর সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার ক্যামেরার কথা বললে এর সামনে আছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পিছনে আছে কোয়াড ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল Samsung ISOCELL GW3 সেন্সর + ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স + ২এক্স জুম সহ ৫ মেগাপিক্সেল টেলিম্যাক্রো লেন্স + ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন