Realme 9i জানুয়ারিতেই বিশ্ব বাজারে আসছে, থাকবে কোয়াড রিয়ার ক্যামেরা ও Helio G90T প্রসেসর

চীনা মোবাইল সংস্থা Realme তাদের নতুন স্মার্টফোন সিরিজ Realme 9 ভারতের বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আজ সকালে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জন্য গেছে, আগামী বছর মানে ২০২২- এর ফেব্রুয়ারি মাসেই ভারতে লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোন সিরিজটি। এই সিরিজের অধীনে চারটি মডেল আসতে পারে বলে অনুমান। এগুলির নাম হল- Realme 9, Realme 9i, Realme 9 Pro এবং Realme 9 Max / Pro+। এখন ভিয়েতনামের একটি ওয়েবসাইট থেকে এই সিরিজের Realme 9i স্মার্টফোনের প্রধান স্পেসিফিকেশনগুলি ফাঁস হল। ওই ওয়েবসাইট থেকে আরও দাবি করা হয়েছে, ২০২২-এর জানুয়ারি মাসেই গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে Realme 9i।

রিয়েলমি ৯আই -এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Realme 9i Expected Specifications)

The pixel.vn সাইটের দাবি অনুযায়ী, রিয়েলমি ৯আই ফোনে দেখা যেতে পারে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস এলসিডি প্যানেল। আবার এতে ব্যবহার করা হতে পারে মিডিয়াটেক হেলিও জি৯০টি (Helio G90T) প্রসেসর। ফোনটি ৮ জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ সহ পাওয়া যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হতে পারে ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

ফটোগ্রাফির জন্য রিয়েলমি ৯আই ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ থাকতে পারে। রিপোর্টটিতে ক্যামেরাগুলির রেজোলিউশন সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হতে পারে, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং দুটি ২ মেগাপিক্সেল সেন্সর। আবার ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যেতে পারে।

এই রিপোর্টে Realme 9i এর যে স্পেসিফিকেশনগুলি তুলে ধরা হয়েছে সেগুলি সত্যি কিনা তা সময়ই বলবে। আশা করা যায় খুব শীঘ্রই এই ফোন সম্পর্কে আরও তথ্য ফাঁস হবে।

বলাই বাহুল্য, Realme 9i ফোনটি Realme 8i -এর উত্তরসূরী হিসেবে আসবে। পূর্বসূরীর কথা বললে, এই ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৬ ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস এলসিডি। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ কাস্টম ওএস-এ চলে। এটিতে হেলিও জি৯৬ (Helio G96) প্রসেসর রয়েছে, এবং Realme 8i ফোনটি ৪ জিবি/৬ জিবি/৮ জিবি র‍্যাম ও ৬৪ জিবি/১২৮ জিবি স্টোরেজ অপশনে পাওয়া যায়।

ফটোগ্রফির জন্য এর রিয়ার প্যানেলে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনটির সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে। ভারতে রিয়েলমি ৮আই এর দাম শুরু হয়েছে ১৩,৯৯৯ টাকা থেকে।