Poco F4 5G পাওয়া যাবে ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের সাথে, লঞ্চের কয়েকদিন আগে ঘোষণা সংস্থার

শাওমি (Xiaomi)-র সাব ব্র্যান্ড পোকো (Poco) শীঘ্রই ভারত তথা বিশ্ব বাজারে আপকামিং Poco F4 5G হ্যান্ডসেটটি লঞ্চ করার প্রস্তুতি শুরু করেছে। ব্র্যান্ডটি আগেই নিশ্চিত করেছে যে, এই স্মার্টফোনটি Qualcomm Snapdragon 870 প্রসেসর দ্বারা চালিত হবে। এছাড়া, F4 5G-এর কিছু লাইভ ছবিও কয়েকদিন আগে অনলাইনে ফাঁস হয়েছে। Poco F4 5G-এর ভারতীয় ভ্যারিয়েন্টটিকে সম্প্রতি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ওয়েবসাইটের পাশাপাশি আইএমইআই (IMEI) ডেটাবেসেও দেখা গেছে। এখন আবার পোকোর তরফে নিশ্চিত করা হয়েছে যে, এই আসন্ন ফোনটি সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ সহ আসবে। এছাড়া, সম্প্রতি Poco F4 5G-এর ভারতীয় ভ্যারিয়েন্টের দাম সম্পর্কেও ইঙ্গিত পাওয়া গেছে।

প্রকাশ্যে এল Poco F4 5G-এর মেমরি কনফিগারেশন

পোকো ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে নিশ্চিত করা হয়েছে যে, তাদের নতুন পোকো এফ৪ ৫জি মডেলটি ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র‍্যাম + ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ ক্ষমতা সহ আসবে। পোকো সম্প্রতি “এভরিথিং ইউ নিড” ট্যাগলাইন সহ স্মার্টফোনটির গ্লোবাল লঞ্চের ঘোষণা করেছে। এর পাশাপাশি সংস্থাটি নিশ্চিত করেছে যে, পোকো এফ৪ ৫জি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর দ্বারা চালিত হবে।

Poco F4 5G-এর রেন্ডার ও সম্ভাব্য স্পেসিফিকেশন

আগেই জানা গেছে যে, পোকো এফ৪ ৫জি সম্প্রতি চীনে লঞ্চ হওয়া রেডমি কে৪০এস-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে আসবে। চীনের বাজারে এই রেডমি ফোনটির ৬ জিবি র‍্যাম + ১২৮ স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম ছিল ১,৭৯৯ ইউয়ান (প্রায় ২১,০০০ টাকা) এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ স্টোরেজ মডেলের দাম রাখা হয় ২,৩৯৯ ইউয়ান (প্রায় ২৮,০০০ টাকা)। পোকো-র আসন্ন ফোনের দামও প্রায় একই রাখা হতে পারে

জানিয়ে রাখি, কয়েকদিন আগে Poco F4 5G-এর কিছু লাইভ ইমেজ ফাঁস হয়। আর এই ফাঁস হওয়া ছবিগুলিতে একটি একক কালার অপশন, ৬৪ মেগাপিক্সেলের এআই (AI) ট্রিপল ক্যামেরা সেটআপ এবং একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পরিলক্ষিত হয়েছে। Poco F4 5G-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি ৬.৬৭ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে দেওয়া হবে বলেও জানা গেছে।

আগেই উল্লেখ করা হয়েছে, Poco F4 5G-এর ভারতীয় সংস্করণটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। তালিকাটি থেকে জানা গেছে যে, এই ফোনটির মডেল নম্বর 22021211RIs। তালিকায় আরও প্রকাশ করা হয়েছে যে, এই হ্যান্ডসেটের ভারতীয় ভ্যারিয়েন্টটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট দ্বারা চালিত হবে, যার সাথে ১২ জিবি র‍্যাম যুক্ত থাকবে এবং Poco F4 5G অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করবে। অন্যদিকে, হ্যান্ডসেটটি গিকবেঞ্চের সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে ৯৭৮ এবং ৩,২৫৪ পয়েন্ট অর্জন করেছে। Poco F4-এর গ্লোবাল ভ্যারিয়েন্টটিকেও কয়েক মাস আগে 22021211RG মডেল সহ গিকবেঞ্চ-এ দেখা গিয়েছিল।

এছাড়াও, গিকবেঞ্চ তালিকার মতো একই মডেল নম্বর (22021211R) সহ একটি পোকো স্মার্টফোন গত মাসে আইএমইআই (IMEI) ডেটাবেসে উপস্থিত হয়েছিল। 22021211RI মডেল নম্বর বহনকারী Poco F4-এর ভারতীয় মডেলটিকে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন সাইটেও দেখা গেছে। 22021211G মডেল নম্বরের সাথে এই ডিভাইসটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে কিছুদিন আগে। এই সার্টিফিকেশন সাইটের তালিকাটি নিশ্চিত করেছে, হ্যান্ডসেটটিতে ৪,৪০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হবে। তবে আশা করা হচ্ছে, ফোনটি আনুষ্ঠানিক লঞ্চের সময় ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আত্মপ্রকাশ করবে। সবশেষে, Poco F4 5G ২.৪ গিগাহার্টজ এবং ৫ গিগাহার্টজ ওয়াই-ফাই সংযোগের সাথে আসবে বলেও জানা গেছে।