লঞ্চের আগেই দাম সহ ওয়েবসাইটে দেখা গেল Nokia 5.4 কে, পাবেন পাঞ্চ হোল ডিসপ্লে

HMD Global শীঘ্রই মিড রেঞ্জ ফোন হিসাবে Nokia 5.4 কে লঞ্চ করলে অবাক হওয়ার কিছু নেই। আজই এই ফোনটি সম্পর্কে একাধিক তথ্য সামনে আসে। এবার অস্ট্রেলিয়ার রিটেলার সাইটেও ফোনটিকে অন্তর্ভুক্ত করা হল। যেখান থেকে নোকিয়া ৫.৪ এর দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। জানিয়ে রাখি NPU থেকে এর আগে জানানো হয়েছিল, এই ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সাথে ডিসেম্বরের শেষের দিকে লঞ্চ হবে।

Nokia 5.4 কে দেখা গেল রিটেলার সাইটে

অস্ট্রেলিয়ার দুই জনপ্রিয় রিটেলার সাইট, Acquire এবং Aus Shop IT তে নোকিয়া ৫.৪ ফোনটি কে আজ অন্তর্ভুক্ত করা হয়। এখানে ফোনটির ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৪৯ অট্রেলিয়ান ডলার, যা প্রায় ১৮,৯৯০ টাকার সমান। আবার এর ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৩৭১ অট্রেলিয়ান ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২০,১৯০ টাকার সমান। ওয়েবসাইটের Nokia 5.4 ব্লু এবং পার্পল রঙের বিকল্পে অন্তর্ভুক্ত আছে।

Nokia 5.4 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

নোকিয়াপাওয়ারইউজার (NPU) এর রিপোর্ট অনুযায়ী, নোকিয়া ৫.৪ ফোনে ৫.৩ এর থেকে উন্নত প্রসেসর দেওয়া হবে। জানিয়ে রাখি নোকিয়া ৫.৩ ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর ব্যবহার করা হয়েছিল। আবার ডিসপ্লের কথা বললে Nokia 5.4 ফোনটি ৬.৪ ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে সহ আসতে পারে।

আশা করা যায় স্টোরেজের ক্ষেত্রেও ফোনটি দুটি বিকল্পে উপলব্ধ হবে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ (ওয়েবসাইটেও তাই দেখা গেছে)। আবার অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১১ এর ব্যবহার করা হতে পারে। ফোনটি কোয়াড রিয়ার ক্যামেরা সহ আসতে পারে।