Bajaj Pulsar: এপ্রিলেই আসছে সবচেয়ে বড় পালসার, লঞ্চের তারিখ জানিয়ে দিল বাজাজ

সম্প্রতি 125 থেকে 160 সিসির প্রায় সবকটি পালসার বাইক যুগোপযোগী ফিচার্সের সঙ্গে আপডেট করেছে বাজাজ অটো (Bajaj Auto)। এবার তাদের লক্ষ্য Pulsar 250 সিরিজ। 2021 সালের অক্টোবরে প্রথম লঞ্চ হওয়ার পর এই প্রথম নেকেড Pulsar N250 বাইকটি নতুন অবতারে বাজারে আসতে চলেছে। সংস্থার তরফে জানানো হয়েছে 2024 Bajaj Pulsar N250 আগামী 10 এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে।।

নতুন Bajaj Pulsar N250 আসছে এপ্রিলেই

নতুন প্রজন্মের Pulsar N250 কী কী নতুনত্বের সঙ্গে আসবে, সে বিষয়ে বাজাজ কিন্তু এ বিষয়ে একটিও বাক্য ব্যয় করেনি। তা সত্ত্বেও বিভিন্ন প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, সবচেয়ে বড় আপডেট হিসেবে এতে ট্রাকশন কন্ট্রোল যুক্ত হতে চলেছে। এখানেই শেষ নয়। সবচেয়ে বড় পালসারে এবার যোগ হবে থ্রি লেভেল ডুয়েল চ্যানেল এবিএস। যার মধ্যে একটি পেছনের চাকায় এবিএস সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে সহায়তা করবে।

হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে, Pulsar N250-র নয়া ভার্সন নতুন প্রিমিয়াম আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক পাচ্ছে। এছাড়া থাকছে প্রথাগত ইউনিটের বদলে পেটাল টাইপ ডিস্ক ব্রেক। আবার আগের চাইতে বেশি স্থিতিশীলতা ও ভালো গ্রিপ দিতে পেছনের টায়ার অধিক চওড়া।

নতুন Pulsar N250-তে N160-এর সাথে বেশ কিছু সাদৃশ্য নজরে পড়বে। যেমন স্মার্টফোন পেয়ারিংয়ের জন্য ব্লুটুথ কানেক্টিভিটি সহ ফুল ডিজিটাল ডিসপ্লে। এখানে অন স্ক্রিন কল ও মেসেজ নোটিফিকেশন পাওয়া যাবে। এছাড়াও রয়েছে রিভাইস সুইচগিয়ার, যার মাধ্যমে স্ক্রিনের বিভিন্ন অপশন পাল্টানো যাবে। এখন Bajaj Pulsar N250-র দাম 1.50 লাখ টাকা (এক্স-শোরুম)। নতুন আপডেট যোগ হওয়ার ফলে এটি আরও 10,000 টাকা দামী হতে পারে।