ফের রক্ষাকর্তার ভূমিকায় Apple Watch; বাঁচল হিমশীতল জলে পড়ে যাওয়া ব্যক্তির প্রাণ

স্মার্টওয়াচের বাজারে Apple Watch-এর জুড়ি মেলা শুধু মুশকিল নয়, কিছুটা অসম্ভবও বটে। Apple-এর এই বিশেষ হাতঘড়িগুলিতে এমনিতে সাধারণ স্মার্টওয়াচের মতই যাবতীয় ফিচার বর্তমান, তবে এর পাশাপাশি এর অন্তর্নিহিত উন্নত এবং আধুনিক প্রযুক্তি – বহুবার ইউজারের জীবন বাঁচিয়েছে। মাসদেড়েক আগেই এক অপহৃত মহিলার উদ্ধারে পুলিশকে সাহায্য করে তার হাতে বাঁধা Apple Watch; তাছাড়া Apple Watch-এর ফল ডিটেকশন (Fall detection) ফিচার, বেশ কয়েকবার হঠাৎ অসুস্থ হয়ে পড়া কোনো ইউজারের পরিচিতদের সময়মত কন্ট্যাক্ট করে তার প্রাণ রক্ষা করেছে – এমন খবরও আগে শোনা গিয়েছে। সেক্ষেত্রে এবার, নদীর বরফগলা হিমশীতল জলে পড়ে যাওয়া এক ব্যক্তিকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে, নিজের মুকুটে ফের সেরার পালক যুক্ত করল Apple Watch।

যুক্তরাষ্ট্রীয় সংবাদমাধ্যম WMUR-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি উইলিয়াম রজার্স নামে প্রযুক্তি বিদ্যার এক শিক্ষক সোমার্সওয়ার্থের সলমন ফলস নদীর তীরে আইস স্কেটিংয়ের জন্য গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন, তাঁর পায়ের নিচে জমাট বাঁধা বরফ ভেঙে পড়ে এবং রজার্স বরফময় নদীর জলে পড়ে যান। এরপর তিনি ওই বরফ-জল থেকে উঠে আসার চেষ্টা করেন, কিন্তু তাঁর সেই প্রয়াস সফল হয়নি।

এমত পরিস্থিতিতে, ঠান্ডা জলের অভ্যন্তরে শ্বাস নেওয়ার জন্য লড়াই করতে করতে হঠাৎই রজার্সের মাথায় একটি উপায় খেলে এবং তিনি নিজের Apple Watch-এর SOS (সেভ আওয়ার সোল) ফিচারটি ব্যবহার করে ৯১১ নম্বর ডায়াল করেন। এর কিছুক্ষণের মধ্যেই, ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের তরফে পাঁচজন এসে পৌঁছায় এবং রজার্সকে জল থেকে উদ্ধার করে। সেক্ষেত্রে আর ১০ মিনিট জলের মধ্যে থাকলে তাঁর মৃত্যু হতে পারত বলে রজার্স জানিয়েছেন। স্বাভাবিক ভাবেই মৃত্যুর মুখ থেকে ফেরার পর, নিজের আধুনিক হাতঘড়িটিকেই রক্ষাকর্তা বলে মনে করছেন রজার্স।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে স্মার্টওয়াচের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আনুষাঙ্গিক নির্মাতা সংস্থাগুলির পাশাপাশি, তাবড় তাবড় স্মার্টফোন ব্র্যান্ডও এই বিশেষ ঘড়ি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে। তবে যাইহোক না কেনো, এই মুহূর্তে বাজারে Apple-এর স্মার্টওয়াচ অর্থাৎ Apple Watch-এর তেমন শক্তিশালী কোনো বিকল্প নেই – যেমনটা শুরুতেই বলেছি। এই কারণেই মার্কিনি সংস্থাটির এই ‘ওয়াচ’ সিরিজের বর্তমানে প্রায় ১০০ মিলিয়নেরও বেশি ইউজারবেস রয়েছে এবং এটি বিশ্বের সর্বাধিক বিক্রিত স্মার্টওয়াচ। বিশেষত্বের কথা বললে, এই ওয়াচ মডেলগুলিতে হার্ট রেট মনিটর, ইসিজি-র মত সাধারণ ফিটনেস ট্র্যাকিং ফিচার তো পাবেনই, তাছাড়াও রয়েছে ফল ডিটেকশন, এসওএস (SOS)-এর মত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জীবন-রক্ষাকারী বৈশিষ্ট্য।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন