সস্তায় ব্রডব্যান্ড প্ল্যান অফার করছে SITI, JioFiber ও BSNL, জানুন কাদের বেস প্ল্যান দেয় সেরা বেনিফিট

SITI Broadband হল SITI নেটওয়ার্কস গ্রুপ কর্তৃক প্রদত্ত একটি ব্রডব্যান্ড পরিষেবা। এটি এই মুহূর্তে দেশের অন্যতম প্রধান ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা। সম্প্রতি সংস্থাটি তার গ্রাহকদের জন্য কিছু সস্তা ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে এসেছে। সিটি ব্রডব্যান্ডের বেস প্ল্যানটি ৩০ এমবিপিএস স্পিড অফার করে। আজ আমরা এই প্রতিবেদনে SITI Broadband, JioFiber এবং BSNL এর বেস প্ল্যানগুলির বেনিফিট আপনাদেরকে জানাবো।

SITI Broadband-এর ৩০ এমবিপিএস প্ল্যান

প্রতি মাসে মাত্র ৩৯৯ টাকা (ট্যাক্স ছাড়া) ব্যয়ে সিটি ব্রডব্যান্ডের ৩০ এমবিপিএস প্ল্যানটি পাওয়া যাবে। এই প্ল্যানে ইউজাররা আনলিমিটেড ডেটা ব্যবহারের সুবিধা পাবেন। এগ ব্রডব্যান্ড প্ল্যানে একটি FUP লিমিট প্রযোজ্য; তবে এই লিমিটের ব্যাপারে সংস্থাটি তার ওয়েবসাইটে কিছু উল্লেখ করেনি।

এছাড়াও, গ্রাহকদের সংস্থা কর্তৃক প্রদত্ত ONU ডিভাইসগুলির জন্য একটি সিকিউরিটি ডিপোজিট প্রদান করতে হবে। সংস্থাটি কেবলমাত্র সেইসব গ্রাহকদেরই সিকিউরিটি ডিপোজিটটি ফেরত দেবে, যারা ৩ মাসের বেশি সময় ধরে কানেকশনটি বজায় রাখবে। এর পাশাপাশি অ্যাক্টিভেশন চার্জও থাকবে, যা কোনও ক্ষেত্রেই ফেরতযোগ্য হবে না। তবে গ্রাহক যদি তার নিজের রাউটার ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে অ্যাক্টিভেশন চার্জ বা সিকিউরিটি ডিপোজিট প্রযোজ্য হবে না। দীর্ঘমেয়াদী প্ল্যান ব্যবহারকারীরা ২ মাস পর্যন্ত বিনামূল্যে পরিষেবা পাবেন।

JioFiber-এর ৩০ এমবিপিএস প্ল্যান

জিও ফাইবারের ৩০ এমবিপিএস ব্রডব্যান্ড প্ল্যানটির জন্যও প্রতি মাসে ইউজারদের ৩৯৯ টাকা (ট্যাক্স ছাড়া) ব্যয় করতে হবে। এই প্ল্যানে ব্যবহারকারীরা আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধাসহ ৩.৩ টিবি ডেটা পান, এবং কোনও ওভার-দ্য-টপ (OTT) সাবস্ক্রিপশনের সুবিধা নেই। দীর্ঘমেয়াদী প্ল্যান কিনলে ইউজাররা বিনামূল্যে ৩০ দিন বা ১ মাস পর্যন্ত পরিষেবা পেতে পারেন।

BSNL Bharat Fibre-এর ৩০ এমবিপিএস প্ল্যান

বিএসএনএল ভারত ফাইবারের ৩০ এমবিপিএস প্ল্যানটির জন্য ইউজারদের প্রতি মাসে ৪৪৯ টাকা দিতে হবে। এটি ব্যবহারকারীদের JioFiber-এর প্ল্যানের মতো একই পরিমাণ FUP ডেটা সরবরাহ করে, অর্থাৎ ৩.৩টিবি। এই ডেটা শেষ হয়ে গেলে নেট স্পিড কমে ২ এমবিপিএস হয়ে যাবে। এর পাশাপাশি ইউজাররা আনলিমিটেড ভয়েস কলিং-এরও সুযোগ পাবেন। তবে এই প্ল্যানেও কোনো OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাওয়া যাবে না।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন