Realme Book ল্যাপটপের আগমন ঘটছে চলতি মাসেই, ইন্টেল আই৫ প্রসেসর সহ থাকবে ১৬ জিবি র‌্যাম

গত কয়েকমাস ধরে রিয়েলমি (Realme) তাদের প্রথম ল্যাপটপ রিয়েলমি বুক (Realme Book)-কে টিজ করে চলেছে। কিন্তু বহু প্রতীক্ষিত এই ডিভাইসটি কবে গ্রাহকের হাতে উঠবে, সে বিষয়ে নিশ্চুপ ছিল তারা। তবে মৌনতা ভেঙে অবশষে Realme Book ল্যাপটপের অফিসিয়াল লঞ্চের দিনক্ষণ ঘোষণা করল রিয়েলমি কর্তৃপক্ষ। চলতি মাসেই Intel Core i5-1135G7 প্রসেসর সহ ল্যাপটপটি লঞ্চ হচ্ছে।

Realme Book এর লঞ্চের তারিখ

আজ রিয়েলমি তাদের ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) অ্যাকাউন্ট মারফত জানিয়েছে যে, চীনে আগামী ১৮ অগাস্ট দুপুর তিনটেয় (স্থানীয় সময়) রিয়েলমি বুক ল্যাপটপ লঞ্চ হচ্ছে।

প্রসঙ্গত, ওই দিনে ভারতে Realme GT সিরিজের ফোন লঞ্চ হতে চলেছে। ফলে এদেশেও স্মার্টফোনের পাশাপাশি সেদিন রিয়েলমি বুক ল্যাপটপের ওপর থেকে পর্দা সরানো হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Realme Book ল্যাপটপের ডিজাইন

অনেকটা ম্যাকবুক (MacBook)-এর আদলে রিয়েলমি বুক ল্যাপটপের ডিজাইন করা হয়েছে। ডিজিটাল চ্যাট স্টেশনের শেয়ার করা অফিসিয়াল পোস্টার এবং ছবি দেখে এমনই মনে হবে। মেটালিক চেসিস এবং স্লিম বেজেল রয়েছে এতে। ব্যাকলিট কী বোর্ড এবং বড় ট্র্যাকপ্যাড পাবেন ইউজারেরা। এই ল্যাপটপের ওজন মাত্র ১.৩ কেজি হবে বলে জানা গেছে।

Realme Book স্পেসিফিকেশন

কোম্পানির তরফে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে যে, রিয়েলমি বুক ল্যাপটপ 11th generation Intel Core i5-1135G7 প্রসেসর সহযোগে আসবে। এছাড়া এতে ১৪ ইঞ্চি 2K ডিসপ্লে, ১৬ জিবি DDR4 র‌্যাম, ৫১২ জিবি PCIe স্টোরেজ, ইন্টেল এক্সই গ্রাফিক্স, ৫৪ ওয়াট আওয়ার ব্যাটারি, এবং ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন