Goolge Pixel ডিভাইসের জন্য এল এপ্রিল মাসে সিকিউরিটি আপডেট! বাড়বে ক্যামেরার গুণগত মান

গত বছর Google এর Pixel 5 ফোন লঞ্চ হওয়ার পর মানুষের মধ্যে ফোনটি ঘিরে যতটা উৎসাহ তৈরি হয়েছিল, দুটি ফিচারের অনুপস্থিতির সংবাদ কিছুটা হলেও তাঁদেরকে অবাকও করেছিল। Pixel Neural Core চিপসেট এবং Active Edge ফিচার, দুটির কোনোটিই পিক্সেল ৫ স্মার্টফোনে দেখা যায়নি। পরে আবার রিপোর্ট আসতে থাকে হ্যান্ডসেটের জিপিইউ পারফরম্যান্সে বিভিন্ন খামতি দেখা দিচ্ছে। তবে এই সব সমস্যার সম্পূর্ণ সমাধান না করলেও, গুগল এখন পিক্সেল ডিভাইসের জন্য এপ্রিল ২০২১ এর সিকিউরিটি প্যাচ (Android 2021 Security Patch) রোলআউট শুরু করেছে। যার ফলে পিক্সেল ৪এ ৪জি ও পিক্সেল ৫ এর মতো ডিভাইসে ক্যামেরা, জিপিইউ পারফরম্যান্স (৩০-৫০ শতাংশ) আরও ধারালো হবে।

লেটেস্ট আপডেট কী কী পরিবর্তন সহ আসছে, তা গুগল অফিসিয়াল সাপোর্ট পেজে জানিয়েছে। সুনির্দিষ্ট পরিবর্তন সম্পর্কে গুগল বলেছে, পিক্সেল ৪এ ৪জি ও পিক্সেল ৫ এর কিছু থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের ক্যামেরার গুণগত মান বাড়বে। গ্রাফিক্স-হেভি কিছু কিছু অ্যাপ্লিকেশন ও গেমে অপ্টিমাইজেশন থাকবে। এছাড়া লেটেস্ট আপডেটে স্টার্টআপের সময় গুগলের লোগো ফ্রিজ হয়ে যাওয়ার সমস্যারও সমাধান করা হয়েছে।

লেটেস্ট আপডেটের বিল্ড নম্বর

গ্লোবাল:

Pixel 4a (5G): RQ2A.210405.005

Pixel 5: RQ2A.210405.005

এছাড়া, এপ্রিলের সিকিউরিটি আপডেটে Pixel 3(XL), 3a(XL), 4(XL), 4a এর মতো ডিভাইসে লক্ষণীয় কয়েকটি পরিবর্তন দেখা যাবে৷ আপনি এখানে পুরো চেঞ্জলগ https://support.google.com/pixelphone/thread/105130965?hl=en দেখতে পারবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন