Royal Enfield ভারতে লঞ্চ করলো Meteor 350, জেনে নিন দাম

Royal Enfield অবেশেষে আজ লঞ্চ করলো বহুপ্রতীক্ষিত Meteor 350 মোটরবাইক। যদিও অনেক আগেই রয়্যাল এনফিল্ড কে Thunderbird 350X-এর রিপ্লেসমেন্ট হিসেবে এই Meteor 350 বাইকটিকে লঞ্চ করার কথা ছিল। কিন্তু করোনার দরুণ লকডাউন এবং সাপ্লাই চেইনে সমস্যার থাকায় এটিকে বাজারে আনতে বিলম্ব ঘটে। Meteor 350 তিনটি ভ্যারিয়েন্টে এসেছে — Fireball, Stellar, এবং Supernova।

Royal Enfield Meteor 350 দাম ও লভ্যতা

এর এট্রি লেভেল Fireball মডেলের দাম রাখা হয়েছে ১,৭৫,৮২৫ টাকা। অপরদিকে Stellar এবং Supernova মডেলের দাম রাখা হয়েছে যথাক্রমে ১,৮১,৩৪২ টাকা এবং ১,৯০,৫৩৬ টাকা। স্পেসিফিকেশন ও ফিচারের দিক থেকে তিনটি ভ্যারিয়েন্টই পরস্পরের সাথে সাদৃশ্যযুক্ত। তবে এক্সটেরিয়র এবং কিছু কম্পোনেন্ট তিনটি মডেলকে স্বতন্ত্রতা প্রদান করেছে। সবচেয়ে সস্তা Meteor 350 Fireball মডেলটি ফায়ারবল রেড এবং ফায়ারবল ইয়েলো কালারে, Meteor 350 Steller রেড মেটালিক, ব্ল্যাক ম্যাট, এবং ব্লু মেটালিক কালারে, এবং সবচেয়ে দামি Meteor 350 Supernova ভ্যারিয়েন্ট ব্রাউন এবং ব্লু ডুয়াল-টোন পেইন্ট স্কিমে উপলব্ধ হবে।

Meteor 350 এর স্পেসিফিকেশন ও ফিচার

রয়্যাল এনফিল্ড এর এই বাইকটিতে ৩৫০ সিসি ইঞ্জিন রয়েছে। এয়ার-কুলড সিঙ্গেল সিলিন্ডার যুক্ত এই ইঞ্জিন সর্বোচ্চ ২০.৫ পিএস পাওয়ার এবং ২৭ এনএম পর্যন্ত টর্ক উৎপন্ন করতে সক্ষম। এটি দীর্ঘ স্ট্রোকের ইঞ্জিন হবে যাতে কম আরপিএমে বর্ধিত টর্কের সরবরাহ নিশ্চিত করা যায়। ইঞ্জিনে থাকবে ফাইভ-স্পীড গিয়ারবক্স৷ সাসপেনশন সেটআপ হিসেবে বাইকের সামনের অংশে থাকছে টেলিস্কোপিক ফোর্ক এবং পিছনে টুইন শর্ক অ্যাবজর্ভার৷ বাইকের দুটি চাকায় দেওয়া হয়েছে সিঙ্গল ডিস্ক ব্রেক এবং এটি ডুয়াল চ্যানেল এবিএসের সাথে আসবে৷

তিনটি ভ্যারিয়েন্টেই স্টান্ডার্ড হিসেবে Tripper Navigation System থাকবে। এই নেভিগেশন আসলে রয়্যাল এনফিল্ডের ব্লুটুথ এনাবেলড জিপিএস সিস্টেমের অফিসিয়াল নাম, যা টার্ন বাই টার্ন নেভিগেশন দেখাবে। এই নেভিগেশন ফিচারটি ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনে একটি ডেডিকেটেড অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাক্সেস করা যাবে।

স্ট্যাইংলিংয়ের দিক থেকে Thunderbird 350X -এর সাথে Meteor 350 মডেলের মিল পাওয়া যাবে। এটি এলইডি টেইলাইট, টিয়ারড্রপ ফুয়েল ট্যাঙ্ক, এলইডি ডিআরএলের সাথে গোলাকার হেডলাইট, অ্যালয় হুইল, স্প্লিট সিট, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের সাথে এসেছে।

এর টুইন পডের ডিজিট্যাল অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার অ্যানালগ স্পিডোমিটার ও ডিজিটাল এলসিডি স্ক্রিন নিয়ে গঠিত। এই এলসিডি স্ক্রিনে ওডোমিটার, ডুয়াল ট্রিপমিটার, টাইম, ফুয়েল গ্রাফ বার, সার্ভিস রিমাইন্ডার, গিয়ার পজিশান ইন্ডিকেটর এবং ইকো মোড ইন্ডিকেটর দেখা যাবে।