১২৮ জিবি মেমোরির সাথে Realme C25s সস্তায় লঞ্চ হল, আছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা

Realme C25s Launched: Realme গত মার্চে তাদের C সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ফোন হিসাবে Realme C25 লঞ্চ করেছিল। এর দুমাস পরে চীনা কোম্পানিটি এর আপগ্রেড ভার্সন, Realme C25s বাজারে আনলো। আপাতত ফোনটি মালয়েশিয়ায় পা রেখেছে। আগামী মাসে রিয়েলমি সি২৫এস ভারতে আসতে পারে। এই ফোনে আছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ৬,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন Realme C25s এর দাম ও স্পেসিফিকেশন জেনে নিই।

Realme C25s এর দাম

রিয়েলমি সি২৫এস ফোনের দাম রাখা হয়েছে ৬৯৯ মালয়েশিয়ান রিংগিত, যা প্রায় ১২,২০০ টাকার সমান। এই মূল্য ফোনটির ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। ফোনটি দুটি কালারে এসেছে-ওয়াটার গ্রে ও ওয়াটার ব্লু।

Realme C25s এর স্পেসিফিকেশন

রিয়েলমি সি২৫এস অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউ আই ২.০ কাস্টম ওএসে চলবে। এই ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল) আইপিএস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস ৫৭০, আসপেক্ট রেশিও ২০:৯, স্ক্রিন টু বডি রেশিও ৮৮.৭ শতাংশ। এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। জানিয়ে রাখি সি২৫ ফোনে হেলিও জি৭০ প্রসেসর ছিল।

ক্যামেরার কথা বললে, Realme C25s ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। যার প্রাইমারি ক্যামেরা এফ/১.৮ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল। এছাড়াও বাকি দুটি ক্যামেরা হল এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও এফ/২.৪ অ্যাপারচার ২ মেগাপিক্সেল ব্ল্যাক এন্ড হোয়াইট লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য এতে পাওয়া যাবে এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

রিয়েলমি সি২৫এস ফোনটি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। চার্জিংয়ের জন্য আছে ইউএসবি টাইপ সি পোর্ট। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক উপলব্ধ। কানেক্টিভিটির জন্য এতে পাওয়া যাবে ডুয়েল সিম, 4G, ওয়াই-ফাই, ব্লুটুথ, ৩.৫মিমি হেডফোন জ্যাক এবং মাইক্রোএসডি কার্ড স্লট।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন