Google Pixel 6A সংস্থার নিজস্ব Tensor প্রসেসরের সাথে বাজারে আসবে, লঞ্চ কবে জেনে নিন

গুগলের নিজস্ব Tensor প্রসেসর দিয়ে গত বছরের অক্টোবরে Pixel 6 ও Pixel 6 Pro রিলিজ হয়েছিল। আবার তারপর থেকেই জল্পনা শোনা যাচ্ছিল যে, একই প্রসেসর দিয়ে আগামী কয়েকমাসের মধ্যে একটি নয়া স্মার্টফোন লঞ্চ করবে Google। সংস্থা কিছু না বললেও সূত্রের খবর, আপকামিং ডিভাইসটির নাম Pixel 6A। এখন এক জনপ্রিয় টিপস্টারের রিপোর্ট থেকে Pixel 6A-এর লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানা গিয়েছে।

টিপস্টার ম্যাক্স জাম্বোরের (Max Jambor) মতে, Google Pixel 6A লঞ্চ হতে পারে মে মাসে। উল্লেখ্য, গত বছরের অগস্টে Google Pixe 5a 5G এবং ২০২০-এ একই সময়ে Google Pixe 4a উন্মোচিত করা হয়েছিল। আর ২০১৯-এর মে মাসে Goggle I/O ইভেন্টে Pixel 3a অফিসিয়ালি লঞ্চ করা হয়েছিল। এতএব, চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত হতে চলা Goggle I/O ইভেন্টে Google Pixel 6A ঘোষিত হতে পারে।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ২০১৮ থেকে পিক্সেল সিরিজের ফোনে ব্যবহৃত হয়ে আসা ১২.২ মেগাপিক্সেল Sony IMX363 সেন্সর এবারও Google Pixel 6A-তে দেখা যাবে। এই প্রাইমারি ক্যামেরার সঙ্গে একটি ১২ মেগাপিক্সেল Sony IMX386 আল্ট্রাওয়াইড লেন্স থাকবে। এতে সেল্ফি ক্যামেরার জন্য একটি ৮ মেগাপিক্সেল Sony IMX363 লেন্স দেওয়া হবে।

Google Pixel 6A-এর CAD রেন্ডার ও ডামি ইউনিটের ছবি থেকে জানা গিয়েছিল, এটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও পাঞ্চ-হোল ডিজাইনযুক্ত ওলেড ডিসপ্লে প্যানেলের সঙ্গে আসবে। ডুয়েল ক্যামেরা সেটআপটি অনুভূমিক বা আড়াআড়ি ভাবে অবস্থিত থাকবে।