MIUI 13: শাওমির নতুন মোবাইল সফটওয়্যার গ্লোবাল মার্কেটে 26 জানুয়ারি লঞ্চ হতে পারে

ডিসেম্বরে শেষলগ্নে Xiaomi 12 ফ্ল্যাগশিপ সিরিজের লঞ্চ ইভেন্টে শাওমি তাদের পরবর্তী প্রজন্মের মোবাইল সফটওয়্যার MIUI 13 উন্মোচন করেছিল। যা Android 12-এর উপর ভিত্তি করে ডেভেলপ করা হয়েছে। তার এক মাস পর এবার আন্তর্জাতিক বাজারে MIUI 13 লঞ্চ করতে উদ্যোগী হল Xiaomi। সংস্থাটি তাদের লেটেস্ট মোবাইল অপারেটিং সিস্টেমের ভার্সন ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ করার ইঙ্গিত দিয়ে একটি অফিসিয়াল টিজার শেয়ার করেছে।

শাওমি জানুয়ারির ২৬ তারিখে রাত আটটার সময় একটি গ্লোবাল লঞ্চ ইভেন্ট হোস্ট করবে। সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে যে সেই দিন Redmi Note 11 সিরিজ গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করবে। এতএব, ওই ইভেন্টেই নতুন MIUI 13 এর গ্লোবাল লঞ্চের ঘোষণা আসবে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, চীনে শাওমির অনেক ডিভাইসে Android 12 নির্ভর MIUI 13 আপডেট রোলআউট হয়েছে। এমনকি, সংস্থার একাধিক আর্ন্তজাতিক মডেলে ওই সফটওয়্যার বিল্ড কম্পাইল করা হয়েছে। এদিকে সংস্থা কিছু না বললেও বিভিন্ন মহল থেকে খবর পাওয়া যাচ্ছে Mi 11X, Poco X3 Pro, ও Poco F3 মডেলে শীঘ্রই MIUI 13 রিলিজ হবে।

উল্লেখ্য, শাওমি পূর্বে জানিয়েছিল, চীনের বাইরে লঞ্চ করা সংস্থার বেশিরভাগ স্মার্টফোন ২০২২-এর প্রথম ত্রৈমাসিকের মধ্যে MIUI 13-এর অ্যাক্সেস পাবে। যে কারণে সর্বসাধারণের জন্য আপডেটটির রোলআউট ফেব্রুয়ারি থেকেই চালু হবে বলে আশা করা যায়।