Oppo F21 অসাধারণ ডিজাইন সহ আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে ভারতে আসছে, দাম জেনে নিন

Oppo F21 সিরিজ এ বছর দীপাবলি উৎসবের আগেই ভারতে লঞ্চ হবে বলে শোনা গিয়েছিল। দুর্ভাগ্যক্রমে তেমনটা হয়নি। তার পিছনে সম্ভাব্য কারণ হিসেবে বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টরের জোগান সংকটকেই দায়ী করছে স্মার্টফোনপ্রেমীদের একাংশ। তবে একটি নতুন রিপোর্ট সামনে আসার ফলে তারা আশার আলো দেখতেই পারেন। নতুন এই রিপোর্টে দাবি করা হয়েছে, Oppo F21 সিরিজ আগামী বছরের মার্চ নাগাদ লঞ্চ হবে। বলার অপেক্ষা রাখে না যে, আসন্ন এই সিরিজটি Oppo F19 এর উত্তরসূরি হিসাবে আসবে।

Oppo F21 সিরিজ ভারতে আগামী মার্চ মাসে লঞ্চ হতে পারে

৯১মোবাইলসের তাদের একটি রিপোর্টে দাবি করেছে যে, Oppo F21 সিরিজ ২০২২-এর প্রথম ত্রৈমাসিকের শেষে এদেশে আত্মপ্রকাশ করবে। পরিস্কার করে বললে, Oppo F21 লাইনআপের অর্ন্তগত ফোনগুলি আগামী মার্চে অফিসিয়ালি লঞ্চ করা হবে। যদিও এই সিরিজের অধীনে কোন কোন ফোন লঞ্চ হবে তা রিপোর্টে উল্লেখ নেই। উল্লেখ্য, Oppo F19 সিরিজের অধীনে তিনটি ফোন লঞ্চ হয়েছিল – Oppo F19, Oppo F19 Pro, ও Oppo F19 Pro+ ।

এদিকে রিপোর্টে আরও বলা হয়েছে, সম্প্রতি বাজারে আসা Oppo Reno 7 সিরিজের থেকেও নাকি আসন্ন F সিরিজের ফোনগুলি ভাল দেখতে হবে। আমাদের অনুমান শুরুতে Oppo F21 সিরিজের দু’টি মডেল হয়ত ভারতীয় গ্রাহকেরা পাবে। মডেলগুলির মূল্য হতে পারে ২০,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকার মধ্যে।

ওপ্পো এফ২১ সিরিজের ফোন কেমন স্পেসিফিকেশন ও ফিচারের সঙ্গে আসবে, তা জানা যায়নি। তবে যা মার্কেট ট্রেন্ড, সেগুলি 5G কানেক্টিভিটি অফার করবেই বলে ধরে নেওয়া যায়। উল্লেখ্য, বর্তমান প্রজন্মের ওপ্পো এফ১৯ সিরিজ গত মার্চ মাসে ভারতে এসেছিল। প্রথমে এফ১৯ প্রো এবং এফ১৯ প্রো রিলিজ করা হয়েছিল। তার এক মাস পর বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ এফ১৯ ভারতে আত্মপ্রকাশ করে। তিনটি ফোনের মধ্যে একমাত্র প্রো+ ভ্যারিয়েন্টে ৫জি সাপোর্ট ছিল।