আজ কেনার সুযোগ Gionee Max, ৬ হাজার টাকার কমের ফোনে পাওয়ারফুল ব্যাটারি

Gionee বহুদিন বাদে ভারতে তাদের বাজেট ফোন Gionee Max লঞ্চ করেছিল। এই ফোনটি ভারতে ৬,০০০ টাকার কমে পাওয়া যাবে। আপনি যদি সস্তা কোনো ফোন খুঁজে থাকেন তাহলে জানাই আজ জিওনি ম্যাক্স দুপুর ১২ টায় Flipkart থেকে কেনা যাবে। সস্তা ফোন হলেও Gionee Max অনেক আকর্ষণীয় ফিচারের সাথে এসেছে। যেমন এখানে পাবেন লেটেস্ট অপারেটিং সিস্টেম, গ্লাস প্রটেকশন, স্লো মোশন ভিডিও রেকর্ডিংযুক্ত ক্যামেরা।

Gionee Max দাম ও অফার

জিওনি ম্যাক্স এর দাম ৫,৯৯৯ টাকা। এই দাম ফোনটির ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। মোট তিনটি কালারে ফোনটি পাওয়া যাবে – রয়্যাল ব্লু, ব্ল্যাক ও রেড।

লঞ্চ অফারের বিষয়ে বললে, Flipkart Axis Bank ক্রেডিট কার্ড গ্রাহকরা ৫ শতাংশ ক্যাশব্যাক পাবে। আবার ৫ শতাংশ অফ দেওয়া হবে Axis Bank Buzz ক্রেডিট কার্ড গ্রাহকদের। আবার ফোনটির ওপর এক্সচেঞ্জ অফার ও নো কস্ট ইএমআই অপশনও উপলব্ধ।

Gionee Max স্পেসিফিকেশন:

জিওনি ম্যাক্স ফোনে আছে ৬.১ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটারড্রপ নচ এবং পিক্সেল রেজুলেশন ১৫৬০ x ৭২০। ডিসপ্লের সুরক্ষার জন্য এখানে ২.৫ডি কার্ভাড গ্লাস স্ক্রিন প্রটেকশন দেওয়া হয়েছে। ফোনটিতে পাবেন ১.৬ গিগাহার্টজ Spreadtrum ৯৮৬৩এ অক্টা কোর প্রসেসর। ফোনটিতে ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ বিকল্প পাবেন। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে আছে অ্যান্ড্রয়েড ১০।

ফটোগ্রাফির জন্য জিওনি ম্যাক্স ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, এছাড়াও আছে একটি ডিজিটাল ক্যামেরা। এর সাথে এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে। এই ক্যামেরায় এএফ ডুয়াল ক্যামেরা বোকে মোড, নাইট মোড, বিউটি মোড, স্লো মোশন ভিডিও সাপোর্ট করে। ভিডিও কলিং ও সেলফির জন্য এখানে পাবেন ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডুয়েল সিমের এই ফোনে পাবেন ফেস আনলক ফিচার। ফোনটিতে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। চার্জিয়ের জন্য এখানে মাইক্রো ইউএসবি পোর্ট। ফোনটির ওজন ১৮৫ গ্রাম।