সুখবর! Redmi Note 10 পাওয়া যাবে ওপেন সেলে

Redmi Note 10, Note 10 Pro, এবং Note 10 Pro Max গত মার্চে ভারতে লঞ্চ হয়েছিল। দুর্দান্ত স্পেসিফিকেশন সহ আসায় এই সিরিজের তিনটি ফোনেরই ব্যাপক চাহিদা লক্ষ্য করা গেছে। যদিও অনেকেই অভিযোগ করেছেন ফ্ল্যাশ সেলের কারণে তারা তাদের পছন্দের ডিভাইসটি কিনতে পারছেন না। এমনকি তারা অনলাইন স্টোরগুলিতেও রেডমি নোট ১০ সিরিজের ফোনগুলি কিনতে অসুবিধায় পড়ছেন। এই সব সমস্যার কথা ভেবে Xiaomi এবার তাদের Redmi Note 10 ফোনের ওপেন সেল শুরু করলো।

শাওমি গতকাল একটি টুইট করে জানিয়েছে, রেডমি নোট ১০ এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এখন Amazon, Mi.com ও রিটেল স্টোর থেকে পাওয়া যাবে। জানিয়ে রাখি এই ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা।

যদিও ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখনও ফ্ল্যাশ সেলেই কিনতে হবে। এর মূল্য ১১,৯৯৯ টাকা। তিনটি কালারে ফোনটি উপলব্ধ- অ্যাকুয়া গ্রীন, ফ্রস্ট হোয়াইট ও শ্যাডো ব্ল্যাক।

Redmi Note 10 এর স্পেসিফিকেশন

রেডমি নোট ১০ এর ফোনে আছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আবার ফোনটি কর্নিং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন ও ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে সহ এসেছে। এতে এড্রেনো ৬১২ জিপিইউ সহ ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৮ প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই ১২ ওএস-এ চলে।

ক্যামেরার কথা বললে Redmi Note 10 ফোনের পিছনে কোয়াড রিয়ার ক্যামেরা বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স৫৮২ প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সিকিউরিটির জন্য এতে আছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন