OnePlus Nord CE 3 Lite, Nord Buds 2 আজ ভারতে লঞ্চ হবে, দাম সহ ফিচার আগেভাগে দেখে নিন

OnePlus Nord CE 3 Lite 5G ফোনটি ২০২২ সালে আগত Nord CE 2 Lite 5G মডেলের উত্তরসূরি হিসাবে আসবে৷

OnePlus আজ অর্থাৎ ৪ঠা এপ্রিল ভারতে “Larger than life” নর্ড (Nord) ইভেন্ট আয়োজন করতে চলেছে। আলোচ্য ইভেন্টটি চলাকালীন OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোন এবং Nord Buds 2 TWS ইয়ারবাডের উপর থেকে পর্দা সরানো হবে। ইভেন্টটি আজ সন্ধ্যা ৭ টা থেকে লাইভ হবে এবং আগ্রহীরা সংস্থার আধিকারিক ইউটিউব (YouTube) চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে লাইভ স্ট্রিম দেখতে পারবেন। এক্ষেত্রে জানিয়ে রাখি, পূর্বে অনুষ্ঠিত লঞ্চ ইভেন্টগুলির থেকে এবারের ইভেন্টটি ভিন্ন হবে। কেননা আজকের “Larger than life” নর্ড ইভেন্টের মাধ্যমে মূলত সাশ্রয়ী মূল্যের নতুন OnePlus ডিভাইস নিয়ে আসা হবে।

আসন্ন OnePlus Nord CE 3 Lite 5G ফোনটি ২০২২ সালে আগত Nord CE 2 Lite 5G মডেলের উত্তরসূরি হিসাবে আসবে৷ অফিসিয়াল রেন্ডার অনুসারে, উত্তরসূরিটি পূর্বসূরির তুলনায় বড়সড় ডিজাইন আপগ্রেডেশন সহ লঞ্চ হবে এবং কমপক্ষে দুটি কালার অপশনের সাথে এটিকে পাওয়া যাবে। অন্যদিকে, OnePlus Nord Buds 2 ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাডটি ANC প্রযুক্তি এবং সম্প্রতি লঞ্চ হওয়া Buds Pro 2 -এর ন্যায় ফাস্ট চার্জিং সমর্থন করবে বলে নিশ্চিত করেছে স্বয়ং সংস্থা। চলুন লঞ্চ ইভেন্ট এবং ডিভাইসগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক…

“larger than life” Nord লঞ্চ ইভেন্টের লাইভস্ট্রিম কীভাবে দেখবেন?

আপনি যদি ‘লার্জার দেন লাইফ’ নর্ড লঞ্চ ইভেন্টটি লাইভ দেখতে আগ্রহী হন, তাহলে সন্ধ্যা ৭টা থেকে আপনাকে ওয়ানপ্লাস ইন্ডিয়া -এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে চলে যেতে হবে। এছাড়াও আপনি OnePlus Nord CE 3 Lite 5G এবং OnePlus Nord Buds 2 ডিভাইস দুটির লঞ্চ ইভেন্ট সংস্থার আধিকারিক টুইটার বা ফেসবুক পেজের থেকে দেখতে পারবেন।

OnePlus Nord CE 3 Lite 5G-এর স্পেসিফিকেশন

লাইভ ইভেন্ট থেকে মূলত ডিভাইসটির দাম জানা যাবে। কেননা আলোচ্য ওয়ানপ্লাস হ্যান্ডসেটটির ফিচার সম্পর্কিত তথ্য ইতিমধ্যে অনলাইনে ফাঁস হয়েছে। এক্ষেত্রে, আসন্ন ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি স্মার্টফোনে ৬.৭২-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। সংস্থার তরফ থেকে নিশ্চিত করা হয়েছে যে, এই নতুন স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ (Qualcomm এর Snapdragon 695) প্রসেসর দ্বারা চালিত হবে। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। জানিয়ে রাখি, পূর্বসূরি Nord CE 2 Lite 5G ৩৩ ওয়াট চার্জিং সাপোর্টের সাথে এসেছিল। অর্থাৎ উত্তরসূরীটির চার্জিং বিভাগে বড়সড় আপগ্রেড লক্ষ্যণীয়। যদিও ওয়ানপ্লাস, নির্দিষ্ট কোনো চার্জিং টাইম উল্লেখ করেনি। আমাদের অনুমান, প্রায় ৪০ মিনিটে ডিভাইসটি ফুল চার্জ হতে সক্ষম হবে।

তদুপরি, আরেকটি বড় আপগ্রেড দেখা যাবে প্রাইমারি রিয়ার ক্যামেরার রেজোলিউশনে। Nord CE 3 Lite 5G হবে OnePlus ব্র্যান্ডিংয়ের প্রথম স্মার্টফোন, যা ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ আসবে। রিয়ার ক্যামেরা সেটআপে আরও দুটি সেন্সর থাকবে। আবার OnePlue Nord CE 3 Lite 5G নতুন লাইম কালার ভ্যারিয়েন্টে আসবে বলে জানা যাচ্ছে। আর এর দাম প্রায় ২০,০০০ টাকা – ২১,০০০ টাকা থেকে শুরু হতে পারে।

OnePlus Nord Buds 2 TWS ইয়ারবাডের স্পেসিফিকেশন

অন্যদিকে, ওয়ানপ্লাস নর্ড বার্ডস ২ ট্রুলি ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাড ডিজাইনের নিরিখে পূর্বসূরির মতোই হবে। তবে কিছু ক্ষেত্রে আপগ্রেড লক্ষ্যণীয়। যেমন ওয়ানপ্লাস স্বয়ং নিশ্চিত করেছে যে, তাদের এই নয়া ইয়ারবাড ডুয়াল অডিও ড্রাইভার সেটআপ সহ আসবে। এই ফিচারটি বাজেট-রেঞ্জের ইয়ারবাডে খুবই কম দেখা যায়। আবার ভাল ‘মিউজিক-হিয়ারিং’ অভিজ্ঞতার জন্য এতে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) ফিচার দেওয়া হবে, যা পারিপার্শ্বিক অবাঞ্চিত শব্দকে ফিল্টার করতে সক্ষম। আলোচ্য ইয়ারবাডে নতুন ‘BassWave’ অ্যালগরিদম টেকনোলজি পাওয়া যাবে, যা ভারসাম্যপূর্ণ সাউন্ড এক্সপিরিয়েন্স প্রদান করবে। এই ইয়ারবাডের দাম প্রায় ৫,০০০ টাকা রাখা হতে পারে।