ডিসকাউন্টে কিনুন স্মার্টফোন থেকে ল্যাপটপ, নতুন অনলাইন স্টোরে বিশেষ অফার Asus-এর

গ্রাহকদের আরও উন্নত মানের শপিং এক্সপেরিয়েন্স প্রদানের লক্ষ্যে আসুস (Asus) আনুষ্ঠানিকভাবে ভারতে আজ তাদের নতুন অনলাইন স্টোর লঞ্চ করলো। এই ই-স্টোর থেকে ব্র্যান্ডের ল্যাপটপ এবং স্মার্টফোন বিক্রি করা হবে। এই নতুন ডিজিটাল স্টোরের মূল লক্ষ্য হল কনজিউমার শপিং এক্সপেরিয়েন্সকে আরও শক্তিশালী করা এবং প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই সমস্ত ব্র্যান্ড সম্পর্কিত তথ্য সরবরাহ করা।

তাইওয়ানের টেক জায়ান্টটি জানিয়েছে, নতুন Asus ই-স্টোরটি বিভিন্ন রকমের আসুস প্রোডাক্ট কেনাকাটা করার জন্য দেশবাসীর কাছে “সবচেয়ে সুবিধাজনক গন্তব্যস্থল” হবে। এখানে ব্র্যান্ডের গেমিং এবং কনজিউমার ল্যাপটপের বিস্তৃত পরিসর অন্তর্ভুক্ত থাকবে। এছাড়াও, ক্রেতারা ই-স্টোর থেকে সংস্থার ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিও কিনতে পারবেন। পাওয়া যাবে অফারও, যার মধ্যে Asus ROG (Republic of Gamers) পোর্টফোলিও-র প্রোডাক্টও অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া শুরুতে, ই-স্টোরে Asus ROG Phone 5 এবং ROG Phone 3 ফোনের ওপর অফার থাকবে।

এই স্টোরটির সম্পর্কে মন্তব্য করতে গিয়ে Asus India-র সিস্টেম বিজনেস গ্রুপের রিজিওনাল ডিরেক্টর লিওন ইউ (Leon Yu) বলেছেন, “গ্রাহকদের সর্বশ্রেষ্ঠ পরিষেবা উপহার দেওয়ার জন্য যে কোনো সংস্থার ক্ষেত্রেই সর্বজনীন উপস্থিতি হল মূল চাবিকাঠি, এবং যখন আমাদের বিস্তৃত অফলাইন নেটওয়ার্ক ব্যবহারকারীদের ইতিমধ্যেই দুর্দান্ত সার্ভিস প্রদান করছে, তখন আমাদের অনলাইন সম্প্রসারণ তাদের অনায়াসে কেনাকাটা করতে আরও ভালোরকমভাবে সহায়তা করবে।”

আপনাদেরকে জানিয়ে রাখি, Asus ই-স্টোরটি ভারতের প্রায় ৩০,০০০ পিন-কোডে পরিষেবা সরবরাহ করতে ব্যবহৃত হবে। এটি ফ্রি ডেলিভারি, বিশেষ উপলক্ষে প্রোমো অফার, ২২০-এরও বেশি সার্ভিস লোকেশনব্যাপী কল সেন্টার সাপোর্ট, MyAccount-এর মাধ্যমে রিয়েল-টাইম স্ট্যাটাস ট্র্যাকিং সহ আরও একাধিক ফিচার অফার করবে।

ইউজারদের কেনাকাটা সুবিধার জন্য Asus নতুন ই-স্টোরে একাধিক ফিচার যুক্ত করেছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, সহজে নিরাপদে এবং সুরক্ষিতভাবে পেমেন্টের জন্য অনলাইন স্টোরে ই-পেমেন্ট, ডেবিট এবং ক্রেডিট কার্ড, ডিজিটাল ওয়ালেট-এর মতো অপশনগুলি ব্যবহারের সুবিধা প্রদান করা হয়েছে। শুধু আর্থিক সুরক্ষাই নয়, সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে ইউজারদের স্বাস্থ্য সুরক্ষার দিকেও সংস্থাটি যথেষ্ট নজর রেখেছে। তাই সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য Asus ই-স্টোরে নেওয়া সমস্ত অর্ডারের জন্য সংস্থাটি কন্ট্যাক্টলেস ডেলিভারির প্রতিশ্রুতি দিয়েছে।

AYR Technologies আসুস ই-স্টোরটির যাবতীয় পরিষেবা প্রদান করবে এবং ক্রেতাদের কেনাকাটা সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর দিতেও তাদের টিম সদা প্রস্তুত থাকবে। Asus আরও বলেছে যে, ই-স্টোর গ্রাহকদের জন্য ভ্যালু-অ্যাডেড ফিচার অফার করবে। বিজনেস কাস্টমাররা GST Input Tax Credit ক্লেম করে তাদের কেনাকাটায় ১৮ শতাংশ পর্যন্ত সেভ করতে পারেন। এছাড়াও, ৯৯ টাকা থেকে শুরু হওয়া ওয়ারেন্টি এক্সটেনশন প্যাক, ৪৯৯ টাকা থেকে শুরু হওয়া অ্যাক্সেসরিজ এবং Cashify-এর মাধ্যমে এক্সচেঞ্জ অফারের মতো অফারগুলি ভারতের সমস্ত শহর জুড়ে গ্রাহকদের জন্য উপলব্ধ হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন