অস্বস্তিতে ওয়ানপ্লাস, কর্মীদের হাতেই OnePlus 9 এর বদলে iPhone

গত পরশুদিন ভারত সহ গ্লোবাল মার্কেটে OnePlus 9 সিরিজ লঞ্চ হয়েছে। ফ্ল্যাগশিপ ফোন হিসেবে এই সিরিজের অধীনে তিনটি স্মার্টফোন এসেছে: OnePlus 9, OnePlus 9R ও সবচেয়ে প্রিমিয়াম মডেল OnePlus 9 Pro। লঞ্চের সময় অ্যাপল আইফোনের তুলনায় ফিচার ও পারফরম্যান্সের নিরিখে ওয়ানপ্লাস ৯ প্রো কেন এগিয়ে তা নিয়ে কোম্পানিকে একাধিক পোস্টও করতে দেখা গেছে। লঞ্চের রেশ কেটে যাওয়ার পরেও ওয়ানপ্লাস সোশ্যাল মিডিয়াতে ওয়ানপ্লাস ৯ সিরিজের হাইপ ক্রমশ বাড়িয়ে চলেছে। তবে অ্যাপল-কে ট্রোল করতে অনিচ্ছাকৃত একটি ভুলের জন্য ওয়ানপ্লাস এবার নিজেই বিড়ম্বনার শিকার হয়ে পড়লো।

কোনো টুইট অ্যান্ড্রয়েড না আইফোন থেকে এসেছে তা টুইটের নীচে সময় ও তারিখের পাশে চোখ রাখলেই বোঝা যায়। যদি টুইট আইফোন থেকে আসে তাহলে সেখানে Twitter for iPhone দেখাবে আবার অ্যান্ড্রয়েড ফোন থেকে আসলে সেটি Twitter for iPhone দেখায়। গতকাল ওয়ানপ্লাস ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করা হয়েছে যার নীচে পরিস্কার Twitter for iPhone দেখা যাচ্ছে। যা স্পট করার পরেই নেটাগরিকরা ওয়ানপ্লাসকে ট্রোলিংয়ে বিদ্ধ করেছেন। একাংশ প্রশ্ন করছেন, ওয়ানপ্লাসের টিম মেম্বাররা যদি আইফোন পছন্দ করেন তাহলে আমাদেরকে ওয়ানপ্লাস কিনতে বলছেন কেন? পরিস্থিতি বেগতিক দেখে শেষপর্যন্ত অবশ্য টুইটটি ডিলিট করে দেওয়া হয়। কিন্তু ততক্ষনে সেটির স্ক্রিনশট ভাইরাল।

Oneplus Twitter for iPhone

প্রসঙ্গত, ওয়ানপ্লাস, OnePlus 9 সিরিজের লঞ্চ ইভেন্টে, স্লো চার্জিং স্পিড ও অন্যান্য ফিচারের প্রসঙ্গ তুলে iPhone-কে একহাত নিয়েছিল। আইফোনের তুলনায় ওয়ানপ্লাস ৯ প্রো কেন শ্রেষ্ঠতর তা তুলে ধরতে কোম্পানি কোনো চেষ্টায় কোনও কসুর রাখেনি। কিন্তু যে আইফোনের বিরুদ্ধে এত অভিযোগ, শেষপর্যন্ত সেই আইফোন ব্যবহার করেই ওয়ানপ্লাস ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট! যদিও কোম্পানির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখভালের দায়িত্বে থাকা মার্কেটিং এজেন্সির কোনো কর্মচারী হয়তো অজান্তেই কাজটি করে ফেলেছেন। কিন্তু নেটিজেনরা অবশ্য তা নিয়ে রসিকতা করতে ছাড়ছেন না।

উল্লেখ্য, পূর্বে ওয়ানপ্লাস অ্যাপল-কে একাধিকবার ট্রোল করেছে। তবে এই প্রথম আইফোন থেকে ওয়ানপ্লাস ইন্ডিয়ার অফিসিয়াল অ্যাকাউন্টে টুইট করতে দেখা গেল। এর আগেও অবশ্য এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, যেখানে কোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড আইফোন ব্যবহার করে আবার অ্যাপল বা আইফোন-কেই ট্রোল করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে। সেই তালিকায় এবার ওয়ানপ্লাস নতুন সংযোজন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন