FiiO FF3 ডুয়েল ক্যাভিটি ইয়ারবাড ভারতে লঞ্চ হল, শুরুতে পাবেন ১৬০০ টাকা ছাড়

ভারতে লঞ্চ হলো FiiO-র নতুন FF3 ডুয়েল ক্যাভিটি ইয়ারবাড। প্রচলিত ইন -ইয়ার ডিজাইনের পরিবর্তে নতুন এই ইয়ারফোনটি ড্রাম শেপ ডিজাইনে এসেছে। তাছাড়া এতে রয়েছে ১৪.২ এমএম এলসিডি ডায়াফ্রাম। চলুন দেখে নেওয়া যাক নতুন FiiO FF3 ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

FiiO FF3 ইয়ারফোনের দাম লভ্যতা

ভারতীয় বাজারে ফিফো এফএফ৩ ইয়ারফোনের দাম ৯,৯৯০ টাকা ধার্য করা হলেও, বর্তমানে এর প্রারম্ভিক মূল্য ৮,৩৯৯ টাকা। সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকে আগ্রহী ক্রেতারা কিনতে পারবেন এলিগ্যান্ট ব্ল্যাক এবং কসমিক সিলভার কালারের নতুন এই ইয়ারফোনটি। এর সাথে দেওয়া হচ্ছে এক বছরের ওয়্যারেন্টি।

FiiO FF3 ইয়ারফোনের স্পেসিফিকেশন

নবাগত ফিফো এফএফ৩ ইয়ারবাডগুলি ৯০ হার্টজ পর্যন্ত লো ফ্রিকোয়েন্সিতে অডিও সরবরাহ করতে সক্ষম। এর টিউব ডিজাইন চ্যানেলকে লম্বা করে এবং ড্রাম শেপ ডিজাইন এয়ার ডাম্পিং বাড়ায় ও উন্নত অডিও পারফরম্যান্স প্রদান করে। সেইসঙ্গে ডুয়েল ক্যাভিটি ডিজাইন ও বেরিলিয়াম দিয়ে ঢাকা ডায়াফ্রামগুলি গভীর বেস অফার করতে সক্ষম। শুধু তাই নয়, ফিফা এফএফ৩ ইয়ারবাডগুলিতে দেওয়া হয়েছে তিন জোড়া স্পঞ্জের কভার কিংবা ইয়ারটিপ, যা শক্তভাবে কানে আটকে থাকার পাশাপাশি মনোরম অডিও কোয়ালিটি অফার করবে। এখানে জানিয়ে রাখি, প্রত্যেক জোড়া ইয়ারটিপের নির্দিষ্ট নাম এবং সাইজ ও সাউন্ড কোয়ালিটি রয়েছে। এগুলি হল বেস এনহ্যান্সমেন্ট, ব্যালেন্স এবং ট্রান্সপারেন্ট ট্রেবল ফোকাস ইয়ারটিপ। তবে এর কেবলগুলি হাই পিউরিটি এবং সিলভার কোটিং।

অন্যদিকে, নতুন FiiO FF3 ইয়ারফোনে থাকছে একটি অডিও জ্যাক কিংবা প্লাগ। এমনকি এই অডিও জ্যাকে টুইস্ট লক অপশন সাপোর্ট করবে অর্থাৎ এটিকে ৩.৫ এমএম কিংবা ৪.৪ এমএম কানেক্টরের সঙ্গে যুক্ত করা যাবে।