৮ সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Samsung Galaxy S21 FE 5G, থাকবে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা‌ ও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট

Samsung Galaxy S21 FE 5G অবশেষে লঞ্চ হতে চলেছে। আগামী ৮ সেপ্টেম্বর এই ফোনটির ওপর থেকে পর্দা সরানো হবে বলে একজন টিপস্টার দাবি করেছেন। বিশ্বজুড়ে চিপের ঘাটতির কারণে, এবছর Samsung Galaxy S21 Fan Edition লঞ্চ হবে না বলে অনুমান করা হচ্ছিল। যদিও পরবর্তীতে সে দাবি উড়িয়ে দেয় খোদ কোম্পানি। এরপর ফোনটি চীনের TENAA সার্টিফিকেশন সাইটের ছাড়পত্র লাভ করে। সম্প্রতি এই স্যামসাং ফোনকে Bluetooth SIG ও Google Play Console-এ দেখা যায়। ফলে Samsung Galaxy S21 FE 5G যে শীঘ্রই লঞ্চ হবে তা অনুমান করা যাচ্ছিল।

Samsung Galaxy S21 FE 5G আগামী ৮ সেপ্টেম্বর লঞ্চ হবে

টিপস্টার Mauri QHD দাবি করেছেন, তিনি পুরোপুরি নিশ্চিত যে স্যামসাং গ্যালাক্সি এস ২১ ফ্যান এডিশন সেপ্টেম্বরের ৮ তারিখে লঞ্চ হবে। পাশাপাশি জনপ্রিয় টিপস্টার, Weinbach ফোনটির একটি লাইভ ছবি শেয়ার করেছেন।

Samsung Galaxy S21 FE 5G এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

স্যামসাং গ্যালাক্সি এস ২১ এফই ৫জি ফোনে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার-অ্যামোলেড ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। ফোনটির সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। আবার পিছনে থাকতে পারে ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ১২ মেগাপিক্সেল সুপারওয়াইড লেন্স + ১২ মেগাপিক্সেল অথবা ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা।

স্যামসাং গ্যালাক্সি এস ২১ এফই ৫জি ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ব্যবহার করা হতে পারে। ফোনটি ৮ জিবি র‌্যাম ও ১২৮/২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যেতে পারে। ফোনটি ৪,৩৭০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে, যার সাথে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং, ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং ও ৪.৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে।

Samsung Galaxy S21 FE 5G ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ান ইউআই অপারেটিং সিস্টেমে চলবে। এতে ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মাইক্রো এসডি কার্ড স্লট ও ওয়াটার রেজিট্যান্স রেটিং থাকতে পারে। ফোনটি গ্রে, লাইট গ্রিন, লাইট ভায়োলেট, এবং হোয়াইট কালারে পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন