ডুয়েল ক্যামেরার সাথে আসছে Facebook Smartwatch, কড়া চ্যালেঞ্জের মুখে Apple Watch

জল্পনার অবসান এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। বাজারে আসতে চলেছে Facebook এর নয়া স্মার্টওয়াচ (Smartwatch)! না, কোন ভুল নেই, বহুজাতিক সংস্থা হিসেবে ফেসবুক (Facebook) এবার হার্ডওয়ার দ্রব্য নির্মাণের ক্ষেত্রে অবতীর্ণ হতে চলেছে। ইতিমধ্যেই তাদের আসন্ন স্মার্টওয়াচের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। প্রায় ৪০০ মার্কিন ডলার মূল্যে ফেসবুক তাদের নতুন পণ্যটিকে বাজারজাত করতে পারে বলে সংবাদসূত্রে জানা গিয়েছে। সেক্ষেত্রে ফেসবুকের আসন্ন স্মার্টওয়াচের প্রধান আকর্ষণ হতে চলেছে এর দুই-ক্যামেরা বিশিষ্ট অসাধারণ ডিসপ্লে! আজ্ঞে হ্যাঁ, প্রযুক্তি-মহলের অন্তত তেমনটাই অভিমত। এমনকি স্মার্টওয়াচ প্রস্তুতির কাজে অগ্রসর হয়ে মার্ক জুকারবার্গের সংস্থাটি আরেক জনপ্রিয় ব্র্যান্ড Apple -এর বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে বলেও অনেকে মনে করছেন।

সূত্রের খবর অনুযায়ী, ফেসবুকের নতুন স্মার্টওয়াচ বাজারে আসতে এখনও বেশ খানিকটা দেরী আছে। অনুমান করা হচ্ছে যে ২০২২ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে আমরা ফেসবুকের স্মার্টওয়াচ (Facebook Smartwatch) বাজারে দেখতে পাবো।

The Verge -এর প্রতিবেদন অনুযায়ী ফেসবুকের আসন্ন স্মার্টওয়াচটি দুই-ক্যামেরা বিশিষ্ট হতে চলেছে। এরমধ্যে একটি ক্যামেরা থাকবে ডিসপ্লের সামনের দিকে, যা মূলত ভিডিও কলিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হবে। অপর ক্যামেরাটি ডিসপ্লের পেছনদিকে থাকবে। এটি 1080p অটো-ফোকাস যুক্ত হতে চলেছে, যার সাহায্যে ব্যবহারকারীর পক্ষে যে কোন চিত্র বা ভিডিও ফুটেজ সংগ্রহ করা সম্ভব হবে। এজন্য ব্যবহারকারী চাইলেই নয়া স্মার্টওয়াচের ডিসপ্লেটিকে নিজের মণিবন্ধের স্টেইনলেস স্টিলের ফ্রেম থেকে পৃথক করতে পারবেন। এরপর স্মার্টওয়াচের মাধ্যমেই তিনি নির্দিষ্ট ছবি বা ভিডিওগুলিকে ফেসবুকের মালিকানাধীন বিভিন্ন জনপ্রিয় অ্যাপে শেয়ার করার সুবিধা পাবেন।

অবগতির জন্য জানিয়ে রাখি যে নিজেদের নতুন পণ্য প্রস্তুত এবং বাজারজাতকরণের ক্ষেত্রে ফেসবুক ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গিয়েছে। আপাতত তারা বিভিন্ন সংস্থার সাথে কথাবার্তা চালাচ্ছে যাতে তাদের স্মার্টওয়াচের সর্বোচ্চ ব্যবহারের পক্ষে উপযুক্ত প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম নির্মাণ করা সম্ভব হয়।

এছাড়া নয়া স্মার্টওয়াচে এলটিই (LTE) কানেক্টিভিটি সাপোর্টের সুবিধা যুক্ত করার জন্য Facebook মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ওয়্যারলেস কেরিয়ারদের সাথে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে তারা Apple -কে রীতিমতো টক্কর দিতে অঙ্গীকারবদ্ধ! এ অব্দি পাওয়া সংবাদ অনুযায়ী ফেসবুকের নতুন স্মার্টওয়াচটি হোয়াইট, ব্ল্যাক এবং গোল্ড রঙের বিকল্প সহ বাজারে আসতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন