iPhone 13 সিরিজ লঞ্চের আগেই বিশ্ব বাজারে জনপ্রিয়তা কমল আইফোনের, জানালো নয়া রিপোর্ট

iPhone 13 সিরিজ লঞ্চের আগেই জোর ধাক্কা খেল Apple। মার্কেট রিসার্চ ফার্ম ট্রেন্ডফোর্সের (TrendForce) রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে Apple iPhone-এর গ্লোবাল মার্কেটে শেয়ার দ্বিতীয় থেকে একেবারে চতুর্থ স্থানে নেমে এসেছে। এটি অবশ্যই সংস্থার শেয়ারের উল্লেখযোগ্য পতন। এদিকে বেশি বিক্রিত স্মার্টফোন হিসেবে iPhone চতুর্থ অবস্থানে চলে যাওয়ায়, প্রথম তিনটি স্থান দখল করেছে Samsung (স্যামসাং), Oppo (ওপ্পো) এবং Xiaomi (শাওমি)।

বিশ্ববাজারে iPhone-এর শেয়ার কত?

ট্রেন্ডফোর্সের শেয়ার করা তথ্য থেকে জানা যায়, বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে আইফোনের বাজার শেয়ার ১৩.৭ শতাংশে নেমে এসেছে। এক্ষেত্রে ওই সময় মোট আইফোন উৎপাদন ৪২ মিলিয়ন ইউনিটে নেমে এসেছে। সম্ভবত গত বছর এবং এই বছরের আইফোন সিরিজের মধ্যেকার পরিবর্তনের সময়কাল এবং অব্যাহত করোনা মহামারী পরিস্থিতির কারণেই ফোনগুলির উৎপাদন হ্রাস পেয়েছে বলে মনে হয়।

তবে শুধু আইফোন নয়, উক্ত রিপোর্ট থেকে জানা গেছে যে দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী স্মার্টফোন উৎপাদনের ওপরেও প্রভাব পড়েছে। যার ফলে ওই ত্রৈমাসিকে মোট উৎপাদন কমে ৩০৭ মিলিয়ন ইউনিট হয়েছে। এছাড়া সব মিলিয়ে বছরের প্রথমার্ধে বৈশ্বিক উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে মোট ৬৫২ মিলিয়ন ইউনিটে।

এক্ষেত্রে অন্যান্যবারের মতই, স্যামসাং, উল্লেখিত ত্রৈমাসিকেও উৎপাদনের ক্ষেত্রে নিজের শীর্ষস্থান ধরে রেখেছে। ট্রেন্ডফোর্সের মতে এই সংস্থা মোট ৫৮.৫ মিলিয়ন ইউনিট উৎপন্ন করেছে, যদিও তাদের শেয়ার ২৩.৫ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে স্যামসাংয়ের পরে, অর্থাৎ স্মার্টফোন বিক্রেতা হিসেবে দ্বিতীয় স্থানে এসেছে ওপ্পো। এপ্রিল থেকে জুন অবধি সময়ে তারা সাব-ব্র্যান্ড রিয়েলমির (Realme) সাথে মিলিতভাবে ৪৯.৫ মিলিয়ন ইউনিট উৎপাদন করেছে।

ওপ্পোর মত একই উৎপাদন ক্ষমতা প্রদর্শন করলেও, শাওমি বাজারে তৃতীয় স্থান পেয়েছে। এতে রেডমি, পোকো এবং ব্ল্যাক শার্ক ফোনগুলি থেকে চীনা টেক জায়ান্টটি সাফল্য পেলেও, এমআই মডেলের প্রোডাকশন ডেটা চতুর্থাংশ থেকে দুই শতাংশে নেমে এসেছে। এছাড়া এলজি (LG), এপ্রিল মাসে ফোনবাজার থেকে বেরিয়ে গেলেও, তারা ৯.৪ মিলিয়ন ইউনিট উৎপাদন করে গেছে বলে ট্রেন্ডফোর্সের রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন