Vivo Pad: ভিভো-র প্রথম ট্যাবলেটে থাকতে পারে শক্তিশালী Snapdragon 870 প্রসেসর

চীনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা Vivo খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছে ব্র্যান্ডের প্রথম ট্যাবলেট (Tablet)। চলতি বছরের আগস্ট মাসে একটি সাক্ষাৎকারে ভিভো’র সহ-সভাপতি হু বেইশান (Hu Baishan) স্বয়ং বাজারে নতুন ট্যাবলেট ডিভাইস লঞ্চের ব্যাপারে নিশ্চয়তা দান করেছিলেন। তিনি জানান, ২০২২-এর প্রথমার্ধেই লঞ্চ হবে ট্যাবলেটটি। ২০২১ প্রায় শেষের পথে, তাই এখন ধীরে ধীরে Vivo- এর প্রথম ট্যাবটির সম্পর্কে বিভিন্ন সূত্র মারফত নানান তথ্য প্রকাশ্যে আসছে। সম্প্রতি
জনপ্রিয় এক টিপস্টার দাবি করেছেন, Vivo Tablet-এ থাকতে পারে Qualcomm Snapdragon 870 প্রসেসর। অর্থাৎ, ট্যাবলেটটি মিড রেঞ্জে আসবে। কোয়ালকমের তৃতীয় শক্তিশালী প্রসেসর (প্লাস ভ্যারিয়েন্ট বাদ দিলে) এটি।

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন (Digital Chat Station) চীনের মাইক্রো ব্লগিং সাইট, Weibo-তে শেয়ার করা একটি পোস্টে এই দাবি করেছেন। উল্লেখ্য, এর আগে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসরটি Lenovo Xiaoxin Pad Pro 2021 / Xiaoxin Pad Pro 12.6 and Xiaomi Pad 5 / 5 Pro – এই ট্যাবগুলিতে ব্যবহার করা হয়েছিল।

যাইহোক, প্রসেসর ছাড়া টিপস্টার ভিভো- এর ট্যাবলেটটি সম্পর্কে আর কিছু জানাননি। তবে এবছর জুন মাসে TÜV Rheinland সার্টিফিকেশন থেকে জানা যায়, এই ট্যাবে ৮,০৪০ এমএএইচ ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি দেওয়া হবে। সেই মাসেই একটি ট্রেডমার্ক ফাইলিং (European Union Intellectual Property)-এর মাধ্যমে এও জানা যায়, এই ট্যাবটি ভিভো প্যাড (Vivo Pad) নামে বাজারে আসতে পারে।

চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলি সম্প্রতি ট্যাবলেট উৎপাদনের দিকে ঝুঁকেছে। শাওমি (Xiaomi) ও রিয়েলমি (Realmi)-এর মত জনপ্রিয় চীনা ব্র্যান্ডগুলি ইতিমধ্যেই বাজারে নিয়ে এসেছে তাদের নতুন ট্যাবলেট ডিভাইস। এছাড়াও ভিভো -এর পাশাপাশি ওপ্পো (OPPO) ও ওয়ানপ্লাস (OnePlus) খুব শীঘ্রই তাদের ট্যাবলেট বাজারে লঞ্চ করতে চলেছে বলে খবর। ২০২২-এ বিশ্বব্যাপী বেশকিছু কোম্পানি বাজারে তাদের নিজস্ব ব্র্যান্ডিং- এ নানা প্রকারের ট্যাবলেট নিয়ে আসতে পারে। এর মধ্যে রয়েছে ই-লিংক ট্যাবলেট, ছোট আকারের গেমিং ট্যাবলেট, বড় আকারের ওলেড ডিসপ্লে যুক্ত ফ্ল্যাগশিপ ট্যাবলেট প্রভৃতি।