পুরনো গাড়ি পাল্টে নতুন মডেল কিনতে সাহায্যে তরুণ-তরুণীদের প্রায় 2.75 লাখ টাকা ইনসেন্টিভ দিচ্ছে এই রাজ্য

সাম্প্রতিক অতীতে পুরনো গাড়ি পরিবর্তন করে নতুন গাড়ি কেনার ব্যাপারে বিভিন্ন সরকারের তরফে নানা ধরনের উদ্যোগ নিতে আমরা দেখেছি। কখনও পুরনো গাড়ি বাতিল করতে তৎপর হয়েছে কলকাতা হাইকোর্ট। আর এবার সুদূর অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের সরকার একই লক্ষ্যে ইনসেন্টিভ দেওয়ার ঘোষণা করল। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সেখানকার যে সমস্ত গাড়ি চালকের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে, পুরনো গাড়ি পরিবর্তন করে নতুন প্রযুক্তির গাড়ি কেনার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ৫,০০০ অস্ট্রেলিয়ান ডলার অর্থসাহায্য পাবেন। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২,৭৫,০০০ টাকা। তবে এর কিছু শর্তও আছে।

যেমন পুরাতন গাড়ির বয়স হতে হবে নূন্যতম ১৬ বছর। এই তালিকার অন্তর্ভুক্ত হতে গেলে পুরনো গাড়িগুলিকে গ্লোবাল সেফটি রেটিং এনক্যাপ থেকে অন্তত একটি কিংবা দুটি স্টার, অথবা কোনও স্টার না পেলেও হবে। উপরের এই শর্তগুলি পূরণ করতে পারলে তবেই মিলবে সরকারের এই ইনসেন্টিভ।

রিপোর্ট অনুযায়ী, গত বছর সেখানে কর দাতাদের টাকায় “unsafe2safe” নামে এক নতুন প্রোগ্রাম চালু হয়েছিল। তবে এই নতুন ইন্সেন্টিভের প্রাপক হতে পারবেন মেলবোর্ন বাদে সমগ্র ভিক্টোরিয়া অঞ্চলের মোট ১৫০ জন বাসিন্দা। ৪ঠা সেপ্টেম্বর পর্যন্ত এই মর্মে নাম জমা দেওয়ার শেষ তারিখ বলে ঘোষণা হয়েছে। আর তার থেকেই ১৫০ জন ভাগ্যবান গ্রহীতার হাতে তুলে দেওয়া হবে ৫,০০০ অস্ট্রেলিয়ান ডলার।

ওই অর্থ সাহায্যে তরুণ-তরুণীরা তাদের পছন্দমত নতুন কিংবা সেকেন্ড-হ্যান্ড মডেল ক্রয় করতে পারবেন। তবে অবশ্যই সরকারের বেঁধে দেওয়া কিছু গাইডলাইন তাদের অনুসরণ করতে হবে। গাইডলাইন অনুযায়ী হাতফেরতা গাড়িগুলিকে অন্তত ২০১২ সালের পরে তৈরি মডেল হতে হবে। দাম অবশ্যই থাকবে ৩০,০০০ অস্ট্রেলিয়ান ডলারের মধ্যে। আর নিদেনপক্ষে গ্লোবাল এনক্যাপের থেকে অন্ততপক্ষে ফোর স্টার পেতে হবে।

উল্লেখ্য,ভিক্টোরিয়ার সরকারের লক্ষ্য অন্তত ১,০০০ পুরানো গাড়ি পরিবর্তন করা। এই খাতে সরকারের তরফে ৬.৯ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বরাদ্দ করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের অপেক্ষাকৃত কম বয়সী চালকগণ গাড়ি চালাতে গিয়ে অনেক বেশি দুর্ঘটনার শিকার হচ্ছে বলে তাদেরকে নিয়েই এই উদ্যোজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।