Poco X4 Pro 5G ইউরোপের পর এবার ভারতে আসছে, থাকবে 64 মেগাপিক্সেল ক্যামেরা

ভারতের বাজারে চীনা ব্র্যান্ড পোকো শীঘ্রই লঞ্চ করতে চলেছে তাদের নতুন Poco X4 Pro 5G স্মার্টফোনটি। গতমাসেই গ্লোবাল মার্কেটে Poco M4 Pro 4G মডেলের পাশাপাশি এই হ্যান্ডসেটটিও উন্মোচিত হয়েছে। ইতিমধ্যেই এদেশে M4 Pro 4G-এর ওপর থেকেও পর্দা সরিয়েছে সংস্থা। আর এখন পোকোর ভারতীয় শাখার পক্ষ থেকে Poco X4 Pro 5G ফোনটির একটি টিজার ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে, যা ইঙ্গিত দেয় যে ভারতের বাজারে এই পোকো ফোনটি চলতি মাসেই আত্মপ্রকাশ করবে।

Poco X4 Pro 5G ভারতে আসছে মার্চেই

পোকো ইন্ডিয়ার দ্বারা প্রকাশিত প্রোমো ভিডিওটি দেখায় যে পোকো এক্স৪ প্রো ৫জি মডেলটি ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ আসবে। জানিয়ে রাখি, এই ফোনের গ্লোবাল সংস্করণটিতে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। প্রধান ক্যামেরাটি ছাড়া ভারতীয় ভ্যারিয়েন্টে অন্য কোনও পরিবর্তন আছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে ভিডিওর মধ্যে একটি জায়গায় আপকামিং ফোনটির স্ক্রিনের ওপর দেখানো সময় এবং তারিখ নির্দেশ করে যে, পোকো এক্স৪ প্রো ৫জি ফোনটি ভারতে আগামী ২২ মার্চ দুপুর ১২ টায় লঞ্চ হতে পারে৷ আশা করা যায়, পোকো আগামী দিনে এই মডেলটির লঞ্চের তারিখটি নিশ্চিত করবে।

পোকো এক্স৪ প্রো ৫জি- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Poco X4 Pro 5G Expected Specifications)

পোকো এক্স৪ প্রো ৫জি- এর ভারতীয় সংস্করণে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট সহ আসবে এবং এতে ৮ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজ পাওয়া যাবে।

Poco X4 Pro 5G ফোনের রিয়ার প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা ইউনিটে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা উপস্থিত থাকবে। এছাড়া, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য, আসন্ন Poco X4 Pro 5G- তে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এছাড়া, এই হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করবে। নিরাপত্তার জন্য Poco X4 Pro 5G-তে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং অতিরিক্ত স্টোরেজের জন্য একটি মাইক্রোএসডি কার্ড স্লট পাওয়া যাবে।