Tesla Model 3 সেডানকে টেক্কা দিতে হাজির Nio ET5, একবার চার্জ দিলেই চলবে 550 কিলোমিটার

চীনা ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি Nio তাদের দ্বিতীয় ইলেকট্রিক সেডান ET5 গাড়িটি সর্বসমক্ষে নিয়ে এল। চীন তথা বিশ্ববাজারে সর্বাধিক জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি Tesla Model 3-কে টক্কর দিতেই Nio ET5 এর আত্মপ্রকাশ। উল্লেখ্য, এর আগে Tesla Model S-এর সাথে পাঙ্গা নিতে সংস্থাটি আরও দামি ET7 ইলেকট্রিক সেডান গাড়ি লঞ্চ করেছিল৷ Tesla Model 3-এর সাথে যুঝতে চিনা সংস্থাটির ET5 মডেলটি কতটা কর্মক্ষম, আসুন জেনে নেওয়া যাক।

নিও ইটি৫ (Nio ET5)-এর বেস ভ্যারিয়েন্টটির রেঞ্জ ৫৫০ কিমি, যেখানে টেসলা মডেল ৩ এর রেঞ্জ ৪৯৮ কিমি। গাড়িটির প্রসঙ্গে ব্লুমবার্গ (Bloomberg)-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিও (Nio)-র প্রতিষ্ঠাতা এবং প্রধান কার্যনির্বাহক আধিকারিক উইলিয়াম লি (William Li) বলেছেন, “ET5 হচ্ছে আমাদের স্পোর্টস ইউটিলিটি ভেহিকেলসের একটি অতি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট, যা Nio-র দীর্ঘদিনের লক্ষ্য ছিল… আমরা এর মডেলের উপযুক্ত দাম এবং বৃহত্তর গ্রাহকের বুনিয়াদ তৈরি করার বিষযঃযে এগিয়ে চলেছি।”

নিও-র বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিদ্যুৎ চালিত এই ইটি৫ (ET5) গাড়িটি সামনে আনা হয়েছে৷ চীনে ২০২২-এর সেপ্টেম্বর থেকে গাড়িটি কেনার জন্য উপলব্ধ হবে বলে জানানো হয়েছে। চীন সরকারের ভর্তুকি ছাড়া এর দাম শুরু হচ্ছে ৩,২৮,০০০ ইউয়ান (ভারতীয় মুদ্রায় ৩৯,০২,৯৯৩ টাকা) থেকে। তবে ব্যাটারি ভাড়া হিসেবে নিলে এর মূল্য পড়বে ২,৫৮,০০০ (ভারতীয় মুদ্রায় ৩০,৭০,০৩৭ টাকা)। অন্যদিকে চীন সরকারের ভর্তুকি দেওয়ার পর টেসলা মডেল ৩ এর দাম ২,৫৫,৬৫২ ইউয়ান (ভারতীয় মুদ্রায় ৩০,৪২,০৯৭ টাকা)। এখন ভর্তুকির পর নিও ইটি৫-এর দাম কত দাঁড়ায় এখন তাই দেখার।

এ বছর নরওয়েতে নিজেদের পথ চলা শুরুর পর, বিশ্বের অন্যান্য দেশেও সংস্থাটি পা জমানোর পরিকল্পনা করছে। আগামী বছর আমেরিকা, জার্মানি, নেদারল্যান্ডস, ডেনমার্ক এবং সুইডেনে সহ ২০২৫-এর মধ্যে ২৫টি দেশে নিজেদের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যমাত্রা নিয়েছে তারা৷

প্রসঙ্গত, নভেম্বরে নিও ১০,৮৭৮ ইউনিট গাড়ি ডেলিভারি দিয়েছে এবং সেমিকন্ডাক্টর চিপের অপ্রতুলতা সত্বেও নভেম্বর পর্যন্ত মোট ৮০,৯৪০টি এসইউভি গাড়ি বিক্রি করেছে৷ এদিকে কোম্পানিটি সামনের বছর থেকে সেমিকন্ডাক্টর অটোমোটিভ চিপ প্রস্তুতি শুরু করতে চলেছে । তাই নতুন বছরে Nio ET5-এর ডেলিভারি দিতে সংস্থাটির কোনো বেগ পেতে হবে না বলেই মনে করা হচ্ছে।