Honda Dio H-Smart: চাবি না ঘুরিয়েই স্টার্ট! স্মার্ট ফিচার্সে বাজার তোলপাড় করতে আসছে নতুন হোন্ডা ডিও

ভারতীয়দের পছন্দের তালিকায় বরাবরই হোন্ডা (Honda) ব্র্যান্ডের স্কুটার প্রথমদিকে স্থান পায়। বিশ্বাসযোগ্যতা, জ্বালানি সাশ্রয় এবং ইউজার ফ্রেন্ডলি ফিচার থাকার জন্য জাপানি সংস্থার স্কুটারগুলির জনপ্রিয়তা এত বেশি। Activa সিরিজের হাত ধরে ইতিমধ্যেই হোন্ডা তাদের অত্যাধুনিক প্রযুক্তি H-Smart এর সাথে ক্রেতাদের পরিচয় করিয়েছে। এবারে হোন্ডা তাদের Dio স্কুটারটিও এইচ-স্মার্ট ভার্সনে আনতে চলেছে বলে জানা গিয়েছে।

Honda Dio H-Smart শীঘ্রই লঞ্চ হতে চলেছে

রিপোর্ট অনুযায়ী, Activa-র মতো Honda Dio এবারে H-Smart ভার্সনে আসবে। যা কীলেস ফাংশনালিটি, অ্যালয় হুইল সহ আরও একাধিক ফিচার অফার করবে। এতে অত্যাধুনিক বৈশিষ্ট্য হিসাবে স্মার্টফাইন্ড, স্মার্টআনলক, স্মার্টস্টার্ট এবং স্মার্টসেফ বৈশিষ্ট্যের দেখা মিলবে। স্মার্টফাইন্ড ফিচারে চারটি ইন্ডিকেটর একসাথে ফ্ল্যাশ করায় ভিড়ের মধ্যেও নিজের স্কুটারটি সহজেই চিনে নেওয়া যায়।

প্রসঙ্গত, স্মার্টস্টার্ট বৈশিষ্ট্যে প্রথাগত চাবি স্লটে ঢুকিয়ে ইঞ্জিন অন করার বদলে, কী-ফবে একটি সুইচের মাধ্যমে স্কুটার স্টার্ট করা যায়। আর স্মার্টআনলকের মাধ্যমে কি-ফব ব্যবহার করে দূর থেকে হ্যান্ডেলবার, ফুয়েল ফিলার ক্যাপ এবং আন্ডারশিপ স্টোরেজ ইউনিট লক-আনলক করা যায়। স্মার্টসেফ কিলেস ফাংশনালিটি বাড়িয়ে স্কুটারের সুরক্ষা বৃদ্ধিতে সহায়তা করে।

যা খবর আসছে তার উপর ভিত্তি করে বলা যায় H-Smart টেকনোলজি কেবলমাত্র Dio-র টপ-এন্ড ভ্যারিয়েন্টে দেওয়া হবে। তবে এর কারিগরি বৈশিষ্ট্যে কোন বদল ঘটানো হবে না। আগের মতই স্কুটারটি একটি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ১০৯ সিসি ইঞ্জিনে ছুটবে। যা থেকে ৭.৮ বিএইচপি শক্তি এবং ৯ এনএম টর্ক উৎপন্ন হবে। বর্তমানে স্কুটারটির স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের দাম ৬৮,৬২৫ টাকা এবং DLX ট্রিমের মূল্য ৭২,৬২৬ টাকা (এক্স-শোরুম)।