কোন বলি সেলেবদের কাছে আছে Rolls Royce এর কোটি টাকার গাড়ি? রইল অন্দরের খোঁঁজ

এই পৃথিবীতে চারচাকায় আভিজাত্যের এক অন্যতম ঠিকানা Rolls Royce। অত্যন্ত ব্যয়বহুল এই গাড়ি নিজের গ্যারেজে রাখার ক্ষমতা সাধারণ মানুষের পক্ষে নেই বললেই চলে। বিগত ১০ বছর ধরে বিলাসবহুল অন্দরসজ্জা এবং আরও বিভিন্ন দিক দিয়ে ব্যাপক সুনাম অর্জন করেছে। রোলস রয়েলের অন্যতম আকর্ষণ চোখধাঁধানো শৈল্পিক সত্তা। শুনলে অবাক হবেন, একটি রোলস রয়েস গাড়ি বানাতে প্রায় ৪০০ থেকে ৮০০ ঘন্টা সময় লাগে। ভারতে এই রোলস রয়েস গাড়ির মালিকানা রয়েছে হাতেগোনা কিছু ব্যক্তির গ্যারাজে। এই প্রতিবেদনে রোলস রয়েলস এর মালিক বলিউডের পাঁচ বিখ্যাত সেলিব্রিটির তালিকা রইল।

অমিতাভ বচ্চন:

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চ পূর্বে রোলস রয়েস ফ্যান্টম চালাতেন। যদিও কয়েক বছর আগে এই গাড়িটি বিক্রি করে দেওয়া হয়েছে বলে খবর। গাড়িটির বর্তমান প্রজন্মের মডেল ৫৬৩ এইচপি টুইন টার্বো v12 যুক্ত ইঞ্জিন থেকে শক্তি পায়। যেটি আট ধাপ যুক্ত অটোমেটিক ট্রান্সমিশন এবং রিয়ার হুইল ড্রাইভ দ্বারা পরিচালিত। এই ইঞ্জিনটি মাত্র ৫.১ সেকেন্ড সময় ০ থেকে ১০০ কিমি/ঘন্টা গতিবেগে পৌঁছাতে সক্ষম।

শাহরুখ খান:

বলিউডের কিং নামে পরিচিত শাহরুখ খানের গ্যারাজেও রয়েছে এমন একটি রোলস রয়েস ফ্যান্টম। যা তার বিলাস বহুল জীবনযাত্রার সাথে মানানসই। আবার সম্প্রতি কিং খান একটি রোলস রয়েস Cullinan SUV এনেছেন নিজের গ্যারেজে। এর ফলে এখন তিনি দুটি রোলস রয়েস গাড়ির মালিক।

অক্ষয় কুমার:

বলিউডের ওপর আরেক বহুমুখী প্রতিভাশালী সুপারস্টার অক্ষয় কুমারের গ্যারেজের শোভা বর্ধন করছে রোলস রয়েস ফ্যান্টম VII গাড়ি। যা তার বিলাসবহুল জীবন এবং আভিজাত্যের প্রতি ভালবাসার সাক্ষ্য বহন করে। বহুমূল্যের গাড়িটি চলতে পারে ৫৬৩ এইচপি শক্তি উৎপাদনকারী টুইন টার্বো v12 ইঞ্জিনের সাহায্যে। সঙ্গে থাকা অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেমে গিয়ারের সংখ্যা ৮। এছাড়াও এতে রিয়ার উইল ড্রাইভ মেকানিজম দেওয়া হয়েছে।

হৃত্বিক রোশন:

এই প্রাণবন্ত বলিউড অভিনেতার ব্যক্তিত্ব এবং স্টাইলকে সম্পূর্ণ করে তার অধীনে থাকা বিলাসবহুল রোলস রয়েস গাড়িটি। তিনি বেশ কয়েক বছর ধরেই এই কয়েক কোটি টাকা মূল্যের গাড়ির মালিক।

আমির খান:

থ্রি ইডিয়টস খ্যাত আমির খান এর মতো এক বহুমুখী প্রতিভাশালী অভিনেতা তথা চলচ্চিত্রকারকে বেশ কয়েকবার দেখা গেছে রোলস রয়েস এর Ghost মডেলটি চালাতে। এমন একজন ব্যক্তিত্বপূর্ণ ও সম্পদশালী অভিনেতার পক্ষে যদিও এটা স্বাভাবিক ঘটনা। তাছাড়াও মিস্টার পারফেকশনিস্ট বেশ কয়েকবার শুটিংয়ে আসার সময় রোলস রয়েস RR মডেলটি নিজের হাতে চালিয়ে এসেছেন।