ফের প্রশংসা কুড়লো Apple Watch, এবার প্রাণ বাঁচালো ৭০ বছর বয়সী বৃদ্ধের

অ্যাপলের (Apple) পণ্য আরো একবার ব্যবহারকারীর প্রাণ বাঁচালো। এক্ষেত্রে ৭০ বছর বয়সী বৃদ্ধকে মৃত্যু বা অন্য কোনো খারাপ পরিণতির হাত থেকে রক্ষা করে অ্যাপল স্মার্টওয়াচ (Apple Smartwatch) তার কার্যকারিতা প্রমাণ করে দিয়েছে। নিজস্ব ফল ডিটেকশন ফিচার (Fall Detection Feature) ব্যবহার করে অ্যাপলের পণ্যটি বৃদ্ধের প্রাণ বাঁচিয়েছে। সাম্প্রতিক এই ঘটনা যে পুনর্বার অ্যাপল অনুরাগীদের মর্যাদা বাড়ালো সে কথা বলে দেওয়ার অপেক্ষা রাখেনা।

বস্টন গ্লোবের (Boston Globe) প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল স্মার্টওয়াচের দ্বারা উপকৃত ব্যক্তির নাম দান ফাও (Dan Pfao)। ৭০ বছর বয়সী এই ভদ্রলোক বয়সজনিত দুর্বলতার জন্য বহুদিন ধরেই ভুগছেন। বিশেষ করে তার মাঝেমধ্যেই জ্ঞান হারিয়ে পড়ে যাওয়ার প্রবণতা রয়েছে। পরিস্থিতির সাপেক্ষে উক্ত দুর্বলতা প্রাণঘাতী হতে পারে। হঠাৎ করে পড়ে গিয়ে চোট লাগলে সব সময় আমাদের উদ্ধার করার মানুষ কাছে থাকেনা। দান ফাও নিজেই এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। তবে বিপদ থেকে তাঁকে উদ্ধার করেছে তার অ্যাপল স্মার্টওয়াচ। তাই অ্যাপল পণ্যটির প্রতি ফাওয়ের কৃতজ্ঞতার মনোভাব কোনভাবেই ক্ষুণ্ণ হচ্ছে না।

প্রতিবেদন থেকে জানা গেছে, সম্প্রতি জ্ঞান হারিয়ে পড়ে যাওয়ার ফলে ফাও মাথায় গুরুতর আঘাত পান। সেই মুহূর্তে কাছেপিঠে কেউ না থাকার ফলে তার বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিলো। কিন্তু এই পরিস্থিতিতে অ্যাপল ওয়াচ (Apple Watch) ব্যবহার করে তিনি তার স্ত্রীকে খবর দিতে সক্ষম হন। তার স্ত্রী ও অন্যান্য পরিচিতেরা ঘটনাস্থলে পৌঁছে ফাওকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। প্রয়োজনীয় চিকিৎসার পর ফাও হাসপাতাল থেকে ছাড়া পান। আপাতত তিনি শারীরিক ক্ষতির দুর্ভাবনা থেকে সম্পূর্ণ মুক্ত।

তবে এই প্রথম নয়, এর আগেও ২০১৮ সালে অ্যাপল ওয়াচের সৌজন্যে ফাও প্রাণে বেঁচেছেন। সেই ঘটনাও কম মারাত্মক নয়। সেবার বাইকে করে গন্তব্যে যাওয়ার সময় তিনি দুর্ঘটনার সম্মুখীন হন। এর ফলে সঙ্গে সঙ্গে পড়ে গিয়ে তার মাথায় চোট লাগে এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরলে তিনি নিজেকে অ্যাম্বুলেন্সের ভিতরে আবিষ্কার করেন। অথচ অ্যাম্বুলেন্সে খবর দেওয়ার মতো অবস্থা তার ছিলোনা। এক্ষেত্রে এত দ্রুত সাহায্যের জন্য কাকে ধন্যবাদ দেওয়া উচিত সেটা ফাও বুঝে উঠতে পারছিলেন না। কিন্তু অচিরেই তিনি বুঝতে পারেন যে কোনো ব্যক্তি নয়, বরং নিজের গুণধর গ্যাজেটের জন্যেই তিনি রক্ষা পেয়েছেন! দুর্ঘটনাস্থলে পড়ে জ্ঞান হারানোর পর সঙ্গে সঙ্গেই তার অ্যাপল স্মার্টওয়াচ ৯১১ ডায়াল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ফাওয়ের অবস্থা সম্পর্কে অবহিত করে। এই কারণেই ভদ্রলোক খুবই তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পরিষেবা লাভ করেন। উল্লেখ্য, ২০১৮ সালেই অ্যাপল (Apple) তাদের Watch 4 সিরিজে ফল ডিটেকশন ফিচার (Fall Detection Feature) সংযোজন করে। এরপর থেকেই ফিচারটি উপযোগিতার দিক থেকে প্রযুক্তি-মহলের প্রশংসা কুড়িয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন