Car AC Tips: গাড়ির এসি থেকে বেরোবে আরও ঠান্ডা হাওয়া, এই 5 টিপসে ম্যাজিক!

বসন্তের আরামদায়ক আবহাওয়ার অবসান ঘটে দেশেয বিভিন্ন অঞ্চলে গ্রীষ্মের দাবদাহ শুরু হয়েছে। চাঁদি ফাটা রোদের অস্বস্তিকর গরম থেকে বাঁচতে বাড়িতে এয়ারকন্ডিশন বা এসি (AC) চালানো শুরু করেছেন অনেকেই। পাশাপাশি গাড়ির এসি’তে দীর্ঘদিন ধুলো জমার পর এবারে তা সচল হয়ে উঠেছে। বাড়ির এসি তো সার্ভিসিং করিয়ে নিয়েছেন। কিন্তু গাড়ির এসি সার্ভিসিংয়ের ক্ষেত্রে সচেতনতার অভাব হামেশাই দেখা যায়। ফলত এই মারাত্মক গরমে গাড়ির এসিতে নানান গোলযোগ দেখা যায়। এ থেকে পরিত্রাণের উপায় কি জানেন? এই প্রতিবেদনে রইল তার কিছু টিপস।

ছাওয়া দেখে গাড়ি পার্ক করুন

কথায় আছে, চিকিৎসা করে রোগ সারানোর চাইতে, তার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা ভালো। এই কথাটি মানুষের স্বাস্থ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হলেও গাড়ির ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে। এক্ষেত্রে রোগ যদি হয় গাড়ির কেবিনে উৎপন্ন তাপ, তবে এটি নিরাময়ের একমাত্র উপায় গাড়ি ঠান্ডা রাখা। এই অসহ্য গরমে গাড়ির কেবিনের তাপমাত্রা বাড়তে দেওয়া চলবে না। তাই গাছের ছায়া অথবা কোন শেড বিশিষ্ট জায়গাতে গাড়ি পার্ক করার চেষ্টা করুন। এতে অন্দরমহলের উষ্ণতা মাত্রাতিরিক্ত হবে না। ফলে এসির ওপর চাপ পড়বে কম।

ফিল্টার পরিষ্কার করান

বাড়ির মত গাড়ির এসি’র ফিল্টারও পরিচ্ছন্ন রাখা জরুরি। তাই কিছু সপ্তাহ অন্তর অবশ্যই এটি পরিষ্কার করুন। নিজে না পারলে মিস্ত্রির কাছে যান। ধুলোবালি এসে ফিল্টারে জমা হয়। যা এসি’কে ঠান্ডা করার পথে বাধা দেয়। তাই ফিল্টার পরিচ্ছন্ন রাখা অত্যাবশ্যক। সাধারণত গ্লোভবক্সের পেছনে এসি ফিল্টার থাকে। তাই সহজেই খোলা যায় এটি। এসি ফিল্টারে মাত্রাতিরিক্ত ধুলো জমলে, সেটি পাল্টে নেওয়াই যুক্তিযুক্ত।

এসি ধীরে চালান

অত্যাধিক গরম সহ্য করতে না পারার ফলে গাড়ির এসি জেরে চালানোর প্রবণতা দেখা যায় অনেকের মধ্যে। কিন্তু এটি সঠিক পদ্ধতি নয়। তার চেয়ে বরং এসি কমিয়ে চালিয়ে সামান্য জানলা খুলে রাখুন। এতে ভেতরের গরম বাতাস বাইরে বেরোতে পারবে। এরপর এসি ব্লোয়ারের গতি বাড়াতে পারেন। এসির ক্ষেত্রে এই টিপস বহু পুরনো, কিন্তু আজও সমানভাবে কার্যকর।

নিয়মিত এসি চালান

অল্প কিছুক্ষণের জন্য হলেও প্রতিদিন গাড়ির এসি অন করুন। অত্যাধুনিক গাড়ির এসি’তে উষ্ণতা নিয়ন্ত্রণের প্রযুক্তি থাকে, তাই সবসময় কুল মোড ব্যবহার করার প্রয়োজন পড়ে না। নিত্যদিন এসি চালালে যন্ত্রাংশগুলি সচল থাকে। তাই যদি কোন ত্রুটি দেখা দেয়, অল্পতেই সেটি সারিয়ে করে ফেলা সম্ভব।

খতিয়ে দেখুন এবং এসি সার্ভিস করান

আমরা যেমন বাড়ির এসি নিয়মিত সার্ভিস করাই, গাড়ির এসি’র ক্ষেত্রে কিন্তু গা ছাড়া ভাব দেখালে চলবে না। নিয়মিত মেইনটেনেন্স করালে এসি’র কার্যক্ষমতা একই থাকে। যারা প্রতিদিন এসি চালান তাদের ফিল্টারটি বদলে নিলেই চলে। কিন্তু কালেভদ্রে গাড়ির এসি চালালে সেটি খতিয়ে দেখা অত্যাবশ্যক। এজন্য এসির টেকনিশিয়ানের কাছে নিয়ে যান।