Xiaomi 11 Lite NE 5G ফোনে পাওয়া যাবে দুর্দান্ত 5G কভারেজ, আসছে 12টি Band সহ

Xiaomi আগামী ২৯ সেপ্টেম্বর ভারতে তাদের নতুন 5G ফোন, Xiaomi 11 Lite NE 5G লঞ্চ করতে চলেছে। ই-কমার্স সাইট Amazon ছাড়াও সংস্থার নিজস্ব ওয়েবসাইট (mi.com) থেকে ফোনটি পাওয়া যাবে। গত ১৫ সেপ্টেম্বর গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়ার সুবাদে Xiaomi 11 Lite NE 5G এর স্পেসিফিকেশন আমাদের জানা। এমনকি গতকাল ফোনটির দামও ফাঁস হয়। তবে লঞ্চের আগে এখন Xiaomi এই ফোনের একটি গুরুত্বপূর্ণ ফিচার সামনে এনেছে।

Xiaomi 11 Lite NE 5G আসছে 12 5G Bands সহ

আজ শাওমি ইন্ডিয়া একটি টুইট করে জানিয়েছেন, আসন্ন শাওমি ১১ লাইট এনই ৫জি ফোনে ১২টি ৫জি ব্যান্ড সাপোর্ট করবে। এছাড়া ফোনটি যে স্লিমেস্ট ও লাইটেস্ট হতে চলেছে তা জানাতে ভোলেনি সংস্থাটি।

Xiaomi 11 Lite NE 5G এর দাম ও স্পেসিফিকেশন

টিপস্টার দেবায়ন রয় গতকাল জানিয়েছেন, শাওমি ১১ লাইট এনই ৫জি ফোনটি ভারতে ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনে আসবে। এদেশে ফোনটির দাম শুরু হবে ২১,৯৯৯ টাকা থেকে। উল্লেখ্য গ্লোবাল মার্কেটে শাওমি ১১ লাইট এনই ৫জি এর প্রারম্ভিক মূল্য প্রায় ৩০,০০০ টাকা।

ফোনটি ট্রাফেল ব্ল্যাক, পীচ পিঙ্ক, বাবলগাম ব্লু এবং স্নোফ্লেক হোয়াইট কালারে পাওয়া যেতে পারে। আবার এই ফোনের সামনে দেখা যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪০০ x ১০৮০ পিক্সেল) অ্যামোলেড ট্রু কালার পাঞ্চ হোল ডিসপ্লে। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,২৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

এছাড়া Xiaomi 11 Lite NE 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ১৫৮ গ্রাম ওজনের Xiaomi 11 Lite NE 5G ফোনে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ডুয়েল স্পিকার রয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন