স্ন্যাপড্রাগন ৮৭৫ প্রসেসর সহ আসতে পারে Realme Ace, থাকবে ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং

চীনা স্মার্টফোন কোম্পানি Realme ইতিমধ্যেই ফ্ল্যাগশিপ সিরিজ হিসাবে Realme X কে বাজারে এনেছে। জানা গেছে ২০২১ এর প্রথম কোয়ার্টারে এই সিরিজের X60 ফোনটি লঞ্চ করা হতে পারে। তবে এছাড়াও কোম্পানি আরও একটি ফ্ল্যাগশিপ সিরিজের ওপর কাজ শুরু করলো। জনপ্রিয় এক টিপস্টারের রিপোর্ট অনুযায়ী, চীনা স্মার্টফোন কোম্পানিটি Realme Ace সিরিজ লঞ্চ করতে পারে। তিনি এও জানিয়েছন Realme Ace সিরিজে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৭৫ চিপসেট এবং পাতলা চেসিস থাকতে পারে৷ আবার এতে সুপারফাস্ট চার্জিংয়ের সুবিধাও উপলব্ধ থাকবে।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে Oppo ঘরোয়া মার্কেটে তাদের Ace সিরিজের দ্বিতীয় ফ্ল্যাগশীপ ফোন Oppo Ace 2 লঞ্চ করেছিল৷ যদিও এর কিছুদিন পর টিপস্টার, ডিজিটাল চ্যাট স্টেশন উইবোতে একটি পোস্ট করে জানান, অপ্পো Ace সিরিজকে বিদায় জানাতে চলেছে। বদলে তারা Reno সিরিজের ওপর জোর দেবে। তারপরেই গুঞ্জন চলতে থাকে, অপ্পোর সাব ব্রান্ড হিসেবে রিয়েলমি Ace সিরিজের পরবর্তী ফোনগুলি আনতে চলেছে। টিপ্সটারের নতুন রিপোর্ট অনুযায়ী, সেই সম্ভাবনা আরও উজ্জ্বল হচ্ছে।

যদিও Realme Ace সিরিজ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনও পাওয়া যায় নি৷ তবে এই সিরিজে কোম্পানির প্রিমিয়াম সব ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। যেমন রিয়েলমি কয়েকমাস আগেই ১২৫ ওয়াট আল্ট্রাডাট চার্জিং টেকনোলজি লঞ্চ করেছিল। এই ফোনে উল্লেখিত ফিচারটি থাকতে পারে। জানিয়ে রাখি জুলাই মাসে ঘোষণা করা এই ১২৫ ওয়াট আল্ট্রাডাট চার্জিং ৪,০০০ এমএইচ ব্যাটারিকে মাত্র ২০ মিনিটেই সম্পূর্ণ চার্জ করে দিতে সক্ষম৷

এছাড়াও Realme Ace সিরিজে থাকতে পারে কোয়ালকমের আপকামিং স্ন্যাপড্রাগন ৮৭৫ প্রসেসর। জানিয়ে রাখি আগামী ১ ও ২ ডিসেম্বর ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে চলা Qualcomm Snapdragon Tech Summit 2020 ইভেন্টে কোয়ালকম তাদের এই ফ্ল্যাগশীপ চিপসেটটির ঘোষণা করতে পারে। রিপোর্ট অনুযায়ী, ৫ এনএম প্রসেসিং নোডে নির্মিত Snapdragon 875 চিপসেটে ১+৩+৪ সিপিইউ কোর অ্যারেঞ্জমেন্ট থাকবে। এই ট্রাই-ক্লাস্টার সিপিইউ কনফিগারেশনে পাওয়া যাবে ২.৮৪ গিগাহার্টজ ক্লকস্পিডের একটি X1 হাই-পারফরম্যান্স কোর, ২.৪২ গিগাহার্টজ স্পিড যুক্ত তিনটি Cortex-A78 কোর, এবং ১.৮ গিগাহার্জ স্পিডের চারটি Cortex-A55 কোর। এই চিপসেটে জিপিইউ হিসেবে থাকবে Adreno 660।