Moto G Stylus 5G ট্রেন্ডিং পাঞ্চ হোল ডিসপ্লে ও কোয়াড ক্যামেরা সেটআপ সহ আসছে, ফাঁস হল রেন্ডার

Motorola চলতি বছরের শুরুতে Moto G Stylus (2021) সহ একঝাঁক স্মার্টফোন লঞ্চ করেছিল। তবে Motorola স্টাইলাস পেনের সাথে আরও একটি মডেল বাজারে আনবে বলে সম্প্রতি শোনা যাচ্ছিল। Moto G Stylus 5G নামের এই আপকামিং ডিভাইসটির প্রেস রেন্ডার এবার অনলাইনে ছড়িয়ে পড়ল।

রেন্ডারটি TechnikNews-এর Nils Ahrensmier পোস্ট করেছেন এবং এটি সমস্ত কোণ থেকে ফোনটি দেখায়। ছবিতে দেখা গেছে, Moto G Stylus 5G-এর বামদিকে পাঞ্চ-হোল কাটআউট থাকবে। আবার ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা সেন্সর। Motorola-র ব্যাটউইং লোগো ব্যাক প্যানেলের মাঝখানে অবস্থান করছে এবং এর তলায় ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকার কথা নিশ্চিতভাবে বলা যায়।

প্রসঙ্গত, সূত্র জানিয়েছে, FCC (Federal Communications Commission) -এর ওয়েবসাইটে স্পট করা “denver” কোডনামের Motorola ডিভাইসটি Moto G Stylus 5G নামে আসতে পারে। ফোনটি Snapdragon 480 প্রসেসরে চলতে পারে। এটি Qualcomm-এর এন্ট্রি লেভেল 5G প্রসেসর এবং Nokia X10, Nokia X20 সহ বেশ কয়েকটি ডিভাইসে এটি ব্যবহার হয়েছে।

এছাড়াও, টিপস্টারদের দাবি ছিল, Motorola Denver 6.8 ইঞ্চি FHD+ IPS LCD ডিসপ্লে, এবং 48 মেগাপিক্সেল +8 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সহ আসতে পারে। ফোনটি 4 জিবি / 6 জিবি / 8 জিবি র‌্যাম ও 64 জিবি / 128 জিবি/ 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে।

Moto G Stylus 5G আমেরিকান মার্কেটে এক্সক্লুসিভ ভাবে লঞ্চ হবে। তবে ভিন্ন ব্র্যান্ডিং সহ Motorola এটি ভারত সহ অন্যান্য দেশে লঞ্চ করতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন