এক্সিনস প্রসেসরের তুলনায় শক্তিশালী হবে স্ন্যাপড্রাগন ৮৭৫ এর Samsung Galaxy S21

Samsung এর আপকামিং ফ্ল্যাগশিপ সিরিজ Galaxy S21 নিয়ে প্রত্যাশার পারদ ক্রমশ চড়ছে। ইতিমধ্যে এই সিরিজের বিভিন্ন তথ্য সামনে এসেছে। জানা গেছে, Samsung Galaxy S21 সিরিজে S21, S21 Plus এবং S21 Ultra, এই তিনটি মডেল থাকবে। এরমধ্যে Galaxy S21 ফোনটি মার্কেটের ভিত্তিতে স্যামসাংয়ের নিজস্ব Exynos 2100 ও কোয়ালকমের Snapdragon 875 চিপসেটের সাথে উপলব্ধ হবে। যদিও স্ন্যাপড্রাগন ৮৭৫ প্রসেসরের তুলনায় কম ক্ষমতাসম্পন্ন হতে পারে এক্সিনস ২১০০ প্রসেসরের সাথে আসা গ্যালাক্সি এস২১।

মাস দুয়েক আগে বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম গিকবেঞ্চে Galaxy S21 কে এক্সিনস ২১০০ চিপসেটের সাথে অর্ন্তভুক্ত করা হয়েছিল। সম্প্রতি এই গিকবেঞ্চেই স্ন্যাপড্রাগন ৮৭৫ চিপসেটের সাথে Galaxy S21 ফোনটিকে দেখা গিয়েছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, গিকবেঞ্চে সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে গ্যালাক্সি এস২১ ফোনটি স্ন্যাপড্রাগন ৮৭৫ চিপসেটের সাথে এক্সিনস ২১০০-এর তুলনায় বেশী পয়েন্ট অর্জন করেছে।

স্ন্যাপড্রাগন ৮৭৫ চিপসেট যুক্ত SM-G996U মডেল নম্বরের Samsung Galaxy S21 ফোনটি সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ১১২০ পয়েন্ট এবং ৩৩১৯ পয়েন্ট স্কোর করেছে। যেখানে এক্সিনস ২১০০ প্রসেসর সিঙ্গেল কোর টেস্টে ১০৩৮ পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে ৩০৬০ পয়েন্ট পেয়েছিল। তবে এটাও মনে রাখা জরুরী, লঞ্চ ডিভাইসের পারফরম্যান্স প্রোটোটাইপ মডেলের বেঞ্চমার্কের সাথে নাও মিলতে পারে। জানিয়ে রাখি ভারতে Galaxy S21 ফোনটি এক্সিনস ২১০০ প্রসেসরের সাথে আসতে পারে।

ফাঁস হওয়া তথ্য অনুসারে, ৫ এনএম প্রসেসিং নোডে নির্মিত Snapdragon 875 চিপসেটে ১+৩+৪ সিপিইউ কোর অ্যারেঞ্জমেন্ট থাকবে। এই ট্রাই-ক্লাস্টার সিপিইউ কনফিগারেশনে পাওয়া যাবে ২.৮৪ গিগাহার্টজ ক্লকস্পিডের একটি X1 হাই-পারফরম্যান্স কোর, ২.৪২ গিগাহার্টজ স্পিড যুক্ত তিনটি Cortex-A78 কোর, এবং ১.৮ গিগাহার্জ স্পিডের চারটি Cortex-A55 কোর। এই চিপসেটে জিপিইউ হিসেবে থাকবে Adreno 660।