বড় ঘোষণা ওলার, এই কাজ করলে প্রায় দেড় লাখের Ola S1 Pro স্কুটার ফ্রি-তে পাবেন

প্রায় দেড় লাখ Ola S1 Pro ইলেকট্রিক স্কুটার বিনামূল্যে পেতে চান? চেষ্টা করলে কিন্তু আপনিও পেতে পারেন একটি ঝাঁ-চকচকে গেরুয়া রঙের Gerua S1 Pro। ওলা নিয়ে এসেছে নতুন ইলেকট্রিক স্কুটার জেতার সুবর্ণ সুযোগ। তবে এ ক্ষেত্রে পূরণ করতে হবে একটা শর্ত৷ ওলা জানিয়েছে, যে সমস্ত গ্রাহক তাঁদের ওলা ইলেকট্রিক স্কুটারে এক চার্জে ২০০ কিমি পথ অতিক্রম করতে পারবে, তাঁদের একটি নতুন S1 Pro Gerua পুরোপুরি ফ্রি-তে দেওয়া হবে।

এমনিতেই Gerua S1 Pro-এর প্রতি গ্রাহকদের বিশেষ দুর্বলতা নজর করেছে সংস্থাটি। যেটি এ বছর রঙ খেলার আগে লঞ্চ করেছিল ওলা। তাই এই মডেলটি উপহার হিসেবে পেলে বহু গ্রাহকের যে মনের সাধ মিটবে, তা বলাই বাহুল্য। সামনের মাস থেকে তামিলনাড়ুর ফিউচার ফ্যাক্টরি থেকে সেগুলি ডেলিভারি দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে গত শনিবার তৃতীয়বারের জন্য কেনার উইন্ডো খুলেছিল ওলা। যা গতকাল মাঝরাতে বন্ধ হয়। এবার Ola S1 Pro-এর দাম  ১০,০০০ টাকা বাড়ানো হয়েছে। স্কুটারটি ১,২৯,৯৯৯ লক্ষ টাকায় (এক্স-শোরুম) লঞ্চ হলেও, প্রথমবারের জন্য দাম বৃদ্ধির ফলে বর্তমান মূল্য ১,৩৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)।

সম্প্রতি ওলার স্কুটারে আগুন ধরে যাওয়া সহ সফটওয়্যার গোলযোগের কারণে গ্রাহকের আহত হওয়ার খবর সামনে এসেছে। এই নক্কারজনক ঘটনায় স্বভাবতই বিষাদগ্রস্ত হয়েছিল সংস্থার গ্রাহকদের মন। তাই ক্রেতাদের মনে নতুন উদ্যম জাগাতেই এই ঘোষণা বলে মনে করা হচ্ছে। আবার অগ্নিকাণ্ডের পর ব্যাচ ধরে মোট ১,৪৪১টি S1 Pro বাজার থেকে তুলে নিয়েছে ওলা।

গত মাস থেকে Move OS 2.0 Beta-1 লেটেস্ট সফটওয়্যার আপডেট ছাড়া শুরু করেছে ওলা। এর ফলে স্মার্টফোনের মাধ্যমে লক-আনলক, মিউজিক স্ট্রিমিং, ব্লুটুথ কানেক্টিভিটি সহ একাধিক ফিচার সক্রিয় হয়েছে। সাথে কাজ করা শুরু করেছে নতুন ইকো মোড। আর সেই মোডে ঘন্টায় ৪৫ কিমির গড় গতিবেগে স্কুটার চালিয়ে ২০০ কিমির উপরে পথ সফর করেছেন কার্তিক নামে এক গ্রাহক।  তাঁর সাথে  দেখা করে Gerua S1 Pro বিনামূল্যে উপহার দিয়েছেন ওলার সিইও ভাবিশ আগারওয়াল। টুইটারে ছবিও পোস্ট করা হয়। ২০০ কিমি রেঞ্জ পাওয়া এমন ব্যবহারকারীদের মধ্যে দশ জনকে বাছাই করে ই-স্কুটার ফ্রি-তে দেওয়া হবে বলে জানানো হয়েছে৷