iPhone 12 mini পাওয়া যাচ্ছে ১৯,০০০ টাকা পর্যন্ত ছাড়ে, কেনা উচিত?

আইফোন ব্যবহার করার ইচ্ছে কমবেশি আমাদের সবার মধ্যেই সুপ্ত থাকে! কিন্তু সাধারণ মানুষের জন্য সবসময় এগুলির দাম বহন করা সম্ভব হয়ে ওঠে না। তবে যদি আপনাদের মধ্যে কেউ এই মুহূর্তে কিছুটা সস্তায় নতুন আইফোন কিনতে চান, তাহলে সেই আশা সত্যি করার জন্য রয়েছে Amazon India। আসলে iPhone 12 mini (আইফোন ১২ মিনি)-র বেস ভ্যারিয়েন্টের দাম এমনিতে ৬৯,৯০০ টাকা হলেও, অ্যামাজন এখন এটিকে ৬১,৯০০ টাকায় বিক্রি করছে। অর্থাৎ ই-কমার্স জায়ান্ট সংস্থাটি বর্তমানে, লেটেস্ট iPhone 12 সিরিজের mini মডেলটিতে দামের ওপর ৮,০০০ টাকা ছাড় দিচ্ছে। এছাড়াও ফোনটি পুরনো ফোনের বিনিময়ে কিনলে ১১,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া যাবে। ফলে অন্যান্য আইফোন মডেল তুলনায় এটি যে সহজেই গ্রহণযোগ্য হবে তাতে সন্দেহ নেই। কিন্তু দেখতে গেলে ঠিক কতটা সাধ মেটাতে সক্ষম হবে সস্তা Phone 12 mini?

বস্তুত কম দামে মিললেও এই iPhone 12 mini-তে আইফোনের প্রিমিয়াম ফিচার কতটা উপভোগ করা যাবে বা ফোনটি আদৌ লাভদায়ক হবে কিনা – সে বিষয়ে সংশয় থেকেই যায়। বিচার বিবেচনা করে দেখলে এই ফোনটির তুলনায় পুরনো iPhone 11 মডেলগুলি অনেকটাই এগিয়ে থাকে। যেমন, iPhone 12 mini-তে ৫.৪ ইঞ্চি ডিসপ্লে রয়েছে যা এমনিতে ইউজারকে কমপ্যাক্ট এবং স্বাচ্ছন্দ্য সরবরাহ করে। কিন্তু এই ছোট ডিসপ্লে, বর্তমানে চরম হারে বিক্রিত বড় স্ক্রিন যুক্ত স্মার্টফোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না; ফলত যারা ফোন থেকে সিনেমা দেখেন, ওটিটি প্ল্যাটফর্ম অ্যাক্সেস করেন কিংবা গেম খেলেন – তাদের এই ফোনে কিঞ্চিৎ অসুবিধা হতে পারে। তাছাড়া ছোট স্ক্রিন যুক্ত ফোন পছন্দ হলে, iPhone 12 mini-র চেয়ে অনেক কম দামে iPhone SE কেনাই যায়।

শুধু তাই নয়, iPhone 12 mini-র ব্যাটারি ক্যাপাসিটিও খুব ভালো নয় বলে ইতিমধ্যে বহুবার শোনা গেছে। Apple কখনো তার ডিভাইসের ব্যাটারির ক্ষমতা প্রকাশ করে না, কিন্তু জল্পনা রয়েছে এই ফোনে মাত্র ২,২২৭ এমএএইচ ব্যাটারি রয়েছে। অর্থাৎ যেখানে বেশ কিছু এন্ট্রি-লেভেলের স্মার্টফোনেও ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকছে, সেখানে এই ফোনটি দু বছর পুরনো iPhone 11-র থেকেও কম ব্যাটারি ব্যাকআপ সরবরাহ করে বলে ধরে নেওয়া যায়।

আবার ৬১,০০০ টাকার রেঞ্জে অনেক প্রিমিয়াম অ্যান্ড্রয়েড স্মার্টফোন বিকল্প হিসেবে রয়েছে, যাতে প্রচুর ফিচার এবং উন্নত পারফরম্যান্স পাওয়া যায়। সুতরাং, এই দামে iPhone 12 mini কেনা খুব একটা সুবিধাজনক হবে এমনটা বলা যায় না। তবে এই সমস্ত কারণগুলি iPhone 12 mini-কে খারাপ বা ডাউনগ্রেড ফোন প্রমাণিত করে না। তাই আইফোনপ্রেমীরা চাইলে এটি কিনতেই পারেন…

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন