Hero MotoCorp এর প্রতিটি স্কুটারের দাম বাড়ল, কোন মডেলে কত খরচ হবে, জেনে নিন

একদিকে দীর্ঘ চার মাস ধরে চলা রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ আর অন্যদিকে বিশ্বজুড়ে চলা অতিমারি পর্ব, এই দুইয়ের যৌথ ফলার বিদ্ধ সমগ্র গাড়ি শিল্প। এই পরিস্থিতিকে অক্সিজেন যুগিয়েছে আমাদের দেশের দ্রব্যমূল্য বৃদ্ধির সমীকরণ। অগত্যা বাইক ও গাড়ির দাম বৃদ্ধির পথে হাঁটতে বাধ্য হয়েছে বেশিরভাগ নির্মাতা। সব মিলিয়ে জনগণের ত্রাহী ত্রাহী রব।

গত সপ্তাহেই ভারতের এক নম্বর বাইক প্রস্তুতকারী সংস্থা হিরো মটোকর্প তাদের জনপ্রিয় অ্যাডভেঞ্চার মোটরসাইকেল Xpulse 200-এর দাম বাড়ানোর কথা ঘোষণা করেছিল। আর এবার তাদের তিনটি স্কুটার – Pleasure Plus, Maestro Edge এবং Destini 125 এর নাম একই সারিতে লিপিবদ্ধ হলো। এই সূত্রে বলা ভালো হিরো ইতিমধ্যেই তার বেশ কিছু জনপ্রিয় বাইকের দাম বৃদ্ধি করেছে। এবার দেখে নেওয়া যাক ভ্যারিয়েন্ট অনুযায়ী ওই তিনটি স্কুটারের নতুন দাম (এক্স-শোরুম)।

Hero Pleasure Plus

২০০৫-এ যাত্রা শুরু করে হিরোর এই জনপ্রিয় স্কুটারটি। বর্তমানে আপডেটের ফলে সব রকম আধুনিক বৈশিষ্ট্যে ভরপুর আজকের প্লেজার প্লাস। উপরন্তু এতে যুক্ত হয়েছে Xtec সংস্করণ। স্কুটারটির বেস ভ্যারিয়েন্টের মূল্য ৮৭৮ টাকা বেড়ে হয়েছে ৬৪,৫৪৮টাকা। অন্য দিকে এর কাস্ট হুইল ভ্যারিয়েন্টের দাম ১,১২৮ টাকা বেড়ে হয়েছে ৬৬,৯৪৮ টাকা। Xtec ড্রামের দুটি ভ্যারিয়েন্টের দাম বেড়েছে ১৬৩০ টাকা। বর্তমান এই দুটির এক্স শোরুম মূল্য যথাক্রমে ৭৩,৪০০ ও ৭৫,০০০ টাকা।

Hero Maestro Edge

মাসকুলার ডিজাইনের এই Maestro Edge বাজারে আসার প্রথম দিন থেকেই যুব সমাজের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এতে ১১০ ও ১২৫ সিসি ইঞ্জিন অপশন রয়েছে। ম্যাস্ট্রো এজ ১১০ সিসি ড্রাম ভ্যারিয়েন্টের দাম ৬৬,৮২০ টাকা, যা অপরিবর্তিতই রাখা হয়েছে। এর ডিস্ক ভ্যারিয়েন্টের মূল্য ৬৬৯ টাকা বেড়ে হয়েছে ৭৬,৪৮৯ টাকা। অন্য হাতে এই মডেলটির ১২৫ সিসির সবকটি ভ্যারিয়েন্টের মূল্য ১৪২৮টাকা বেড়েছে। ভ্যারিয়েন্টগুলির দাম ৮১,৩২৮ থেকে শুরু করে ৮৫,৭৪৮ পর্যন্ত ।

Hero Destini 125

হিরোর এই স্কুটারটিতেও টেক স্যাভি Xtec ভার্সন উপলব্ধ। স্কুটারটির VX, XTEC STD এবং XTEC LX ভ্যারিয়েন্টের দাম কোনরূপ পরিবর্তন করা হয়নি। এই মডেলগুলির অপরিবর্তিত মূল্য যথাক্রমে- ৭৫,২৫০ টাকা, ৭০,২৯০ টাকা ও ৭৫,৫০০ টাকা। যদিও LX ভার্সনটির ক্ষেত্রে দাম বেড়েছে ৫৫০ টাকা। বর্তমানে এর মূল্য ৭০,৯৫০ টাকা। বাকি ভ্যারিয়েন্টগুলির দাম ১৩০০ টাকা বৃদ্ধি পেয়েছে। তাদের বর্ধিত মূল্য ৭৬,৮০০ থেকে ৮১,৯৯০ টাকা পর্যন্ত। চলতি মাস থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে। উল্লেখ্য, রাজ্য ও শহর ভেদে খরচ কম-বেশী হবে।