আজ লঞ্চ হচ্ছে Redmi K40 Pro এবং Redmi K40, জেনে নিন সম্ভাব্য দাম ও ফিচার

আজ আসছে বহুপ্রতীক্ষিত Redmi K40 সিরিজ। Xiaomi আজ ঘরেলু মার্কেটে এই সিরিজের Redmi K40 Pro এবং Redmi K40 ফোন দুটি লঞ্চ করবে। ইতিমধ্যেই জানা গেছে এই সিরিজে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ব্যবহার করা হবে। রেডমি কে৪০ প্রো তে এই চিপসেট থাকবে। আবার স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর সহ লঞ্চ হবে রেডমি কে৪০। শুধু তাই নয়, এই সিরিজের ফোনগুলিতে বিশ্বের সবচেয়ে ছোট পাঞ্চ হোল থাকবে, এর মধ্যে সেলফি ক্যামেরা দেওয়া হবে।

Redmi K40 সিরিজ কখন লঞ্চ হবে ও দাম (সম্ভাব্য)

Xiaomi তাদের Redmi K40 সিরিজ স্থানীয় সময় ৭:৩০ মিনিটে ( ভারতীয় সময় বিকাল ৫ টা) লঞ্চ করবে। একটি ভার্চুয়াল লঞ্চ ইভেন্টের মাধ্যমে এই সিরিজ কে বাজারে আনা হবে। শাওমির mi.com ওয়েবসাইট থেকে এই ইভেন্ট দেখা যাবে। এছাড়াও লঞ্চ ইভেন্টের যাবতীয় তথ্য আমরা ওয়েবসাইটে চোখ রাখুন।

রেডমি কে৪০ সিরিজের দামের বিষয়ে বললে, রেডমির জেনারেল ম্যানেজার একটি টিজারে জানিয়েছিলেন, এই সিরিজের দাম শুরু হবে ২,৯৯৯ ইউয়ান থেকে (প্রায় ৩৩,৬০০ টাকা)। সেক্ষেত্রে প্রো ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৪০,০০০ টাকার কাছাকাছি।

Redmi K40 ও Redmi K40 Pro এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রেডমি কে৪০ সিরিজ এআই ট্রিপল রিয়ার ক্যামেরা সহ আসবে। এর প্রো ভ্যারিয়েন্টে ১০৮ মেগাপিক্সেল এবং স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। আবার এই সিরিজের ফোনগুলিতে Samsung E4 AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এছাড়াও এই সিরিজে থাকবে ডলবি অ্যাটমস সারাউন্ড সাউন্ডের সাথে ডুয়েল স্টেরিও স্পিকার। পাওয়ারের জন্য এতে থাকতে পারে ৪,৫২০ এমএএইচ ব্যাটারি।

অনুমান করা হচ্ছে, Redmi K40 সিরিজে ৬.৬৭ ইঞ্চি পাঞ্চ হোল ফ্লাট ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই ১২.৫ ইন্টারফেস, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ (UFS 3.1) থাকবে।

টেলিগ্রামে খবর পেতে এখানে ক্লিক করুন