Tecno Spark 8 Pro আগামীকাল ভারতে লঞ্চ হচ্ছে, দাম ও ফিচার জেনে নিন

আগামীকাল (২৯ ডিসেম্বর) ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Tecno Spark 8 Pro ফোনটি। কয়েকদিন আগে Amazon-এর মাইক্রো সাইট থেকে জানা গিয়েছিল ফোনটি শীঘ্রই ভারতে আসছে। আর আজ সংস্থার তরফে একটি টিজার প্রকাশ করে নিশ্চিত করা হয়েছে, Tecno Spark 8 Pro আগামীকাল ভারতে পা রাখছে। উল্লেখ্য, গত মাসে এই ফোনটি দুটি ভিন্ন রঙের বিকল্পে বাংলাদেশের বাজারে লঞ্চ হয়। ভারতের বাজারে এই ফোনটি ১৫,০০০ টাকারও কমে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। টেকনোর এই বাজেট ফোনে পাওয়া যাবে মিডিয়াটেক হেলিও জি ৮৫ প্রসেসর, ৬ জিবি র‍্যাম, ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ট্রিপল ক্যামেরা ইউনিট ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

Tecno Spark 8 Pro ভারতে আসছে ২৯ ডিসেম্বর

টেকনো-র তরফে টুইট করে স্পার্ক ৮ প্রো স্মার্টফোনের লঞ্চের তারিখটি ঘোষণা করা হয়েছে। এই টুইট থেকে আরও জানা গেছে, এই ফোনে থাকবে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। সংস্থার দাবি, এই চার্জিং প্রযুক্তির মাধ্যমে ফোনটির ব্যাটারি শূন্য থেকে ৮৫ শতাংশ চার্জ হতে সময় লাগবে ১ ঘন্টা। টেকনো স্পার্ক ৮ প্রো ভারতে অ্যামাজন থেকে পাওয়া যাবে।

টেকনো স্পার্ক ৮ প্রো -এর ভারতে সম্ভাব্য দাম (Tecno Spark 8 Pro Expected Price in India)

এবছর ২০ নভেম্বর বাংলাদেশের বাজারে টেকনো স্পার্ক ৮ প্রো ফোনটি ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ লঞ্চ হয়। এই ফোনের দাম রাখা হয়েছে ১৬,৯৯০ বাংলাদেশি টাকা (আনুমানিক ১৪,৭০০ টাকা)। মনে করা হচ্ছে ভারতের বাজারে আরও কমে ফোনটি পাওয়া যাবে। ব্ল্যাক এবং কোমোডো আইল্যান্ড- এই দুটি কালারে বেছে নেওয়া যাবে টেকনো স্পার্ক ৮ প্রো। উল্লেখ্য, এবছর সেপ্টেম্বরে বেস মডেল টেকনো স্পার্ক ৮ ভারতে ৭,৯৯৯ টাকায় লঞ্চ হয়।

টেকনো স্পার্ক ৮ প্রো -এর স্পেসিফিকেশন (Tecno Spark 8 Pro Specification)

টিজারে দেখতে পাওয়া টেকনো স্পার্ক ৮ প্রো ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টটি বাংলাদেশের মডেলের থেকে অভিন্ন হবে। ডুয়েল-সিম (ন্যানো) টেকনো স্পার্ক ৮ প্রো ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে দেখা যেতে পারে ৬.৮ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০x২,৪৬০ পিক্সেল) ডট নচ ডিসপ্লে।

ফটোগ্রাফির জন্য Tecno Spark 8 Pro ফোনের রিয়ার প্যানেলে দেখা যাবে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরা সেটআপের মধ্যে দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ২ মেগা পিক্সেলের শুটার ও একটি এআই (AI) লেন্স। ক্যামেরা সেটআপের সঙ্গে ডুয়েল এলইডি ফ্ল্যাশও দেখতে পাওয়া যাবে। এছাড়াও Tecno Spark 8 Pro স্মার্টফোনের উল্লেখযোগ্য ক্যামেরা ফিচারগুলি হল – নাইট মোড ২.০ ও বিউটি ৪.০।

টেকনোর এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি ৮৫ প্রসেসর। ফোনটি ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইএমএমসি ৫.১ স্টোরেজ সহ আসতে পারে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সম্প্রসারণ করা যাবে। Tecno Spark 8 Pro স্মার্টফোনটি রান করে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক হাইওস ভি ৭.৬ (HiOS v7.6.) কাস্টমস স্কিনে।

Tecno Spark 8 Pro ফোনের কানেক্টিভিটি অপশনে সামিল থাকবে ৪জি, ৩.৫ মিলিমিটার হেডফোন পোর্ট, ব্লুটুথ ভি৫, এফএম রেডিও, জিপিএস/ এ-জিপিএস, মাইক্রো-ইউএসবি পোর্ট, ওটিজি, ওয়াইফাই এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য থাকবে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।