গ্রাহকদের সুবিধার্থে Reliance Jio-র অভিনব ভাবনা, রিচার্জ প্ল্যানে জুড়লো লেবেল

ভারতের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর Reliance Jio, এবার নিজের প্রিপেড রিচার্জ সেকশনটিকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে। মুকেশ আম্বানির মালিকানাধীন সংস্থাটি সম্প্রতি তার প্রিপেড প্ল্যানগুলিতে ‘বেস্ট সেলার’ (Best Seller), ‘সুপার ভ্যালু’ (Super Value), ও ‘ট্রেন্ডিং’ (Trending)-এর মতো কিছু ট্যাগ বা লেবেল যুক্ত করতে শুরু করেছে; এই ট্যাগগুলির সাহায্যে গ্রাহকরা, অন্যেরা কোন প্ল্যানগুলি পছন্দ করছেন তা জানতে এবং নিজেদের পরবর্তী রিচার্জ প্ল্যান সম্পর্কে সহজে সিদ্ধান্ত নিতে পারবেন। এক্ষেত্রে বেস্ট সেলার লেবেলযুক্ত প্ল্যানগুলি গ্রাহকদের মধ্যে সেগুলির জনপ্রিয়তা সম্পর্কে আভাস দেবে যেখানে, ট্রেন্ডিং লেবেল দেখা গেলে তা কোনো প্ল্যানের চাহিদা সম্পর্কে ধারণা দেবে। আবার সুপার ভ্যালু ব্যানারটি গ্রাহকদের সাশ্রয়ী প্ল্যানগুলি বেছে নিতে সহায়তা করবে।

জানিয়ে রাখি, টেলিকমিউনিকেশন সংক্রান্ত যাবতীয় খবর সরবরাহকারী পোর্টাল টেলিকম-টক প্রথম এই ট্যাগগুলি চিহ্নিত করে সবার সামনে আনে। তবে এখন এগুলি কোম্পানির সাইটে প্রদর্শিত হচ্ছে। দেখা গেছে, ট্রেন্ডিং ব্যানারটির অধীনে কেবল ৩৪৯ টাকার প্রিপেইড প্ল্যানটি অন্তর্ভুক্ত রয়েছে, যা ২৮ দিনের বৈধতায় প্রতিদিন ৩ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কল এবং ১০০টি এসএমএস সরবরাহ করে।

অন্যদিকে, Jio-র ২৪৯ টাকার এবং ২,৫৯৯ টাকার প্রিপেড প্ল্যানদুটিতে জুড়েছে সুপার ভ্যালু লেবেল। বেনিফিটের কথা বললে, ২৪৯ প্ল্যানটিতে দৈনিক ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি এসএমএস পাওয়া যায়; এটির বৈধতা ২৮ দিন। ২,৫৯৯ টাকার দীর্ঘমেয়াদী প্ল্যানটিতেও এই একই বেনিফিট পাওয়া যাবে, তবে এটির বৈধতা ৩৬৫ দিন এবং এতে ১০ জিবি অতিরিক্ত ডেটা উপভোগ করা যাবে। শুধু তাই নয়, এই প্ল্যানটির সাথে বিনামূল্যে মিলবে ডিজনি + হটস্টারের ভিআইপি সাবস্ক্রিপশনও।

আবার, সংস্থার ১৯৯ টাকা, ৫৫৫ টাকা, ৫৯৯ টাকা এবং ২,৩৯৯ টাকার প্ল্যানগুলি বেস্ট সেলার হিসেবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে ১৯৯ টাকার প্রিপেড প্ল্যানটি প্রতিদিন ১.৫ জিবি ডেটা, ১০০টি এসএমএস এবং ২৮ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা দেয়। ৫৫৫ টাকার প্ল্যানটিও একই বেনিফিট দেয় তবে এর বৈধতা ৮৪ দিন। আবার, ৫৯৯ টাকার প্রিপেইড প্ল্যানটিতে দৈনিক ২ জিবি ডেটা, ১০০টি এসএমএস এবং ৮৪ দিনের জন্য সীমাহীন ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। সেক্ষেত্রে ২,৩৯৯ টাকার প্ল্যানটি রিচার্জ করলেও একই সুবিধা থাকবে তবে এতে এক বছরের মেয়াদ পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন