সীমিত সময়ের অফার, Redmi Note 10 Pro পাওয়া যাচ্ছে অনেকটাই সস্তায়

গতবছর সাড়া জাগিয়ে লঞ্চ হয়েছিল Redmi Note 10 সিরিজ। এই সিরিজের প্রো মডেল এখন সস্তায় পাওয়া যাচ্ছে। আজ্ঞে হ্যাঁ! আপনি ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার ফোনটি এই মুহূর্তে কম দামে কিনতে পারবেন। তবে এটি সীমিত সময়ের অফার। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট তাদের মোবাইল বোনাঞ্জা সেলে Redmi Note 10 Pro ফোনের উপর বিশেষ অফার দিচ্ছে। এই ফোনে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে।

Redmi Note 10 Pro এর দাম ও অফার

রেডমি নোট ১০ প্রো দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে পাওয়া যাবে। এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। আবার ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা।

তবে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এই ফোনের ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের উপর হাজার টাকা ফ্লাট ডিসকাউন্ট দিচ্ছে। আবার সিটি ব্যাংকের কার্ডধারীরা অতিরিক্ত ১,০০০ টাকা ছাড় পাবেন। এছাড়া মিলবে ১৫,২০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার।

Redmi Note 10 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি নোট ১০ প্রো ফোনের সামনে আছে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) সুপার অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে, যার ব্রাইটনেস ১২০০ নিট পিক। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আবার ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল, ৬৪ মেগাপিক্সেল Samsung ISOCELL GW3 সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ২এক্স জুম সহ ৫ মেগাপিক্সেল টেলিম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।

পারফরম্যান্সের জন্য Redmi Note 10 Pro ফোনে অ্যাড্রনো ৬১৮ জিপিইউ সহ অক্টা কোর স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২ কাস্টম স্কিন চালিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০২০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। সিকিউরিটির জন্য ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।