One UI 4: বদলে যাবে আপনার Samsung ফোন, নতুন কাস্টম রম লঞ্চ করে বার্তা সংস্থার

গতকাল Samsung তার Galaxy Unpacked 2021 Part 2 ইভেন্টে One UI-এর লেটেস্ট ভার্সনের কথা ঘোষণা করেছে। One UI 4 নামক এই কাস্টম রম বেশ কয়েকটি ভিজ্যুয়াল চেঞ্জ, নতুন ফিচার সহ এসেছে। কোম্পানির মতে, নতুন ইউজার ইন্টারফেস নয়া ডিজাইন সহ ইউজারদের Galaxy স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে একটি উন্নত এবং স্মুথ এক্সপেরিয়েন্স প্রদান করবে।

Samsung One UI 4 এর নতুনত্ব

স্যমসাং ওয়ান ইউআই ৪-এ কাস্টমাইজেশন সংক্রান্ত একাধিক নতুন ফিচার দেখা যাবে, যার মধ্যে রয়েছে নতুন থিম, ইন্টারফেস জুড়ে সিঙ্ক্রোনাইজড কালার প্যালেট এবং নতুন রিডিজাইন করা উইজেট (widgets)। ওয়ান ইউআই ৪ কাস্টম ওএস-এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ ভিত্তিক কালার চয়ন করার পাশাপাশি ইন্টারফেসের সাথে ফোনের থিমকে ম্যাচ করানোর জন্য ওয়ালপেপার থেকে কালার এক্সট্র্যাক্ট করতে পারবেন।

Samsung, One UI 4 সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ নতুন ফিচারের কথা হাইলাইট করেছে। সেটি হল নতুন ফটো উইজেট যা ব্যবহারকারীদের গ্যালারী থেকে কয়েকটি ছবি নির্বাচন করতে এবং সেগুলিকে ডিজিটাল ফটো ফ্রেমের মতো উইজেটে ড্রপ করতে সক্ষম করবে। উল্লেখ্য যে, উইজেটের ক্ষেত্রেও বেশ কিছু চোখে পড়ার মতো পরিবর্তন দেখা যাবে। One UI 4 এখন রাউন্ডেড উইজেট সহ এসেছে।

এছাড়া, One UI 4-এর আরও বেশ কয়েকটি ফিচারের কথা প্রকাশ্যে এনেছে Samsung। যারমধ্যে একটি হল নতুন Extra Dim মোডের অন্তর্ভুক্তি যা রাতে স্মার্টফোনটি ব্যবহার করার সময় ডিসপ্লেটি ডিম করতে সাহায্য করবে। Emoji pair, One UI 4-এর আরেকটি আকর্ষণীয় ফিচার। এই ফিচারটির সাহায্যে ইউজাররা দুটি ইমোজিকে পেয়ার করতে এবং সেটিকে চ্যাটে সেন্ড করতে পারবেন। এছাড়া Samsung বেশ কয়েকটি নতুন Halloween থিমযুক্ত ইমোজিও যুক্ত করেছে। এছাড়া, ফোন এবং PC সহ আরও অন্যান্য ডিভাইসের মধ্যে ফটো এবং ফাইল শেয়ারিং করাও আরও সহজ করে তুলবে One UI 4।