Lotus Emeya: 5 মিনিটের চার্জেই 150 কিমি চলে! এই গাড়ির কীর্তি শুনলে হা হয়ে যাবেন

পেট্রোল কিংবা ডিজেল চালিত গাড়ির আধিপত্য সারা বিশ্বজুড়ে বেশি থাকলেও অদূর ভবিষ্যতে এই বাজার দখল করতে আসছে ইলেকট্রিক গাড়ি। ইতিমধ্যেই দেশ-বিদেশের বিভিন্ন তাবড় সংস্থাগুলি উঠে পড়ে লেগেছে এই কাজে। সদ্য এমনই এক ইলেকট্রিক স্পোর্টস সেডান মডেল নিয়ে হাজির Lotus। যার নাম Emeya। আসলে এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে বৈদ্যুতিক গাড়ির জগতে কার্যত কর্তৃত্ব স্থাপন করেছে ইলন মাস্কের সংস্থা টেসলা (Tesla)। আর তাদেরই Model S-এর সাথে সরাসরি টক্করে নামতে চলেছে Lotus Emeya। আগামী বছর থেকেই উৎপাদন শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই গাড়ির খুঁটিনাটি।

Lotus Emeya: মোটর স্পেসিফিকেশন

Lotus Emeya ডুয়েল মোটর সেটআপের সঙ্গে এসেছছে। এর থেকে উৎপাদিত সর্বোচ্চ পাওয়ার এবং টর্ক যথাক্রমে ৯০৫ বিএইচপি এবং ৯৮৪ এনএম। ডুয়েল মোটর টেকনোলজি থাকার দৌলতে Emeya-তে অল-হুইল-ড্রাইভ পাওয়ারট্রেন উপলব্ধ। লোটাস এর দাবি তাদের এই নতুন গাড়িটি মাত্র ২.৮ সেকেন্ডের মধ্যেই সম্পূর্ণ স্থিতাবস্থা থেকে সর্বোচ্চ ঘন্টা প্রতি ১০০ কিমি গতিবেগ তোলার ক্ষমতা রাখে। আর টপ স্পিড ২৫০ কিমি/ঘণ্টা।

Lotus Emeya: ব্যাটারি প্যাক ও রেঞ্জ

শক্তিশালী ইলেকট্রিক মোটরকে তড়িৎ শক্তি সরবরাহ করার জন্য এই গাড়িতে ব্যবহার করা হয়েছে ১০২ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক। যদিও এক চার্জে Lotus Emeya কতটা ছুটতে পারবে সেই সংক্রান্ত তথ্য আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত সামনে আনা হয়নি। তবে মনে করা হচ্ছে যে এর রাইডিং রেঞ্জ সংস্থার আরেক SUV Eletre এর অনুরূপ হতে পারে। সেক্ষেত্রে এই গাড়িটির বেস মডেল এক চার্জে ৬০০ কিমি এবং টপ মডেল ফুল চার্জে প্রায় ৫০০ কিমি পর্যন্ত পথ পাড়ি দিতে পারবে।

Lotus Emeya: চার্জিং

যে কোনো ধরনের ইলেকট্রিক গাড়ির চার্জ দেওয়ার ক্ষেত্রে কতটা সময় নিচ্ছে সেই বিষয়টিও বর্তমানে বেশ প্রাসঙ্গিক। প্রতিটি সংস্থা চার্জিং এর সময় কমিয়ে আনার জন্য অত্যাধুনিক প্রযুক্তির শরণাপন্ন হচ্ছে। Lotus Emeya এর সাথেও রয়েছে ৩৫০ কিলোওয়াট এর ডিসি ফাস্ট চার্জিং প্রযুক্তি। এর মাধ্যমে ০-৮০% পর্যন্ত চার্জ করতে সময় লাগে মাত্র ১৮ মিনিট। এমনকি গ্রাহকরা মাত্র পাঁচ মিনিট চার্জ দিয়েই এই গাড়িটিকে ১৫০ কিমি পর্যন্ত চালাতে পারবেন।

Lotus Emeya: অন্যান্য ফিচার

লোটাস এর এই নতুন ইলেকট্রিক সেডান গাড়িটির এয়ারোডাইনামিক্স উন্নত রাখার জন্য সামনে লাগানো হয়েছে বিশেষ ধরনের গ্রিল এবং পিছনে রয়েছে ডিফিউজার ও স্পয়লার। সেন্টার অফ গ্রাভিটিও অনেকটাই কমিয়ে রাখতে সক্ষম হয়েছে তার নির্মাতা। এখানেই শেষ নয়, প্রিমিয়াম মডেল হওয়ার দৌলতে Lotus Emeya-তে থাকছে এমন ধরনের এয়ার সাসপেনশন সিস্টেম যা ইলেকট্রিক্যালি কন্ট্রোল করা সম্ভব।