৪০ হাজার টাকার ছাড়ে কিনুন Motorola ফোন, কাল থেকে শুরু ফ্লিপকার্ট দিওয়ালি সেল

‘Big Billion Days’ সেলে অভাবনীয় সাড়া পাওয়ার পর আরো একটি বিশেষ ফেস্টিভ সেল আয়োজন করতে চলেছে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart। আগামীকাল অর্থাৎ ২৯শে অক্টোবর থেকে Flipkart-এ শুরু হচ্ছে ‘Big Diwali Sale’। এই সেলে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, অ্যাপ্লায়েন্স অ্যাক্সেসরিজ থেকে জামাকাপড়, বিউটি প্রোডাক্ট ইত্যাদি জিনিস আকর্ষণীয় দামে কেনা যাবে, পাশাপাশি অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করলে মিলবে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এই সেলে Motorola ব্র্যান্ডের স্মার্টফোনগুলি কিনলে ৪০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। তাহলে আসুন জেনে নিই Motorola-র কোন ফোনে কত ছাড় পাওয়া যাবে।

Motorola Razr

ফ্লিপকার্ট বিগ দিওয়ালি সেলে মোটোরোলার ১,২৪,৯৯৯ টাকা মূল্যের এই প্রিমিয়াম ফোনটি প্রায় ৪০ হাজার টাকা ছাড়ে কেনা যাবে। যারপর এই ফোনটি দাম হবে ৮৪,৯৯৯ টাকা। ফোনটিতে ৬.২ ইঞ্চির ফোল্ডেবল ডিসপ্লে রয়েছে। এছাড়াও আছে ২ ইঞ্চির কুইক ভিউ ডিসপ্লে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭১০ প্রসেসর।

Motorola Edge+

এটি মোটোরোলার অন্য একটি প্রিমিয়াম স্মার্টফোন, যার দাম ৭৪,৯৯৯ টাকা। তবে এই সেলে এটি ১০ হাজার টাকা ছাড়ে ৬৪,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এই ফোনটিতে ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে। এছাড়াও আছে ১০৮ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫ জি প্রসেসরে চালিত Motorola Edge+ এর ব্যাটারি ক্যাপাসিটি ৫,০০০ এমএএইচ।

Motorola E7 Plus

এই জনপ্রিয় বাজেট স্মার্টফোনটি সেলে ৮,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এমনিতে এটির দাম ৯,৪৯৯ টাকা। এই স্টক অ্যান্ড্রয়েড ফোনে ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লেসহ স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর রয়েছে। এছাড়া এই ফোনে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা পাওয়া যাবে। রয়েছে ৪৮ মেগাপিক্সেল লেন্স সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।

Moto G9

১১,৪৯৯ টাকা মূল্যের Moto G9 ফোনটি সেলে ৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এতেও ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল মেমরি রয়েছে, সাথে আছে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এছাড়া এই ফোনে ২০ ওয়াট টার্বোপাওয়ার চার্জিংয়ের সুবিধা পাবেন, এর ব্যাটারি ক্যাপাসিটি ৫,০০০ এমএএইচ।

Motorola One Fusion+

এই ফোনটি ফ্লিপকার্ট বিগ দিওয়ালি সেলে হাজার টাকা ছাড়ে পাওয়া যাবে। সাধারণ সময়ে এটির দাম ১৭,৪৯৯ টাকা। মোটোরোলার এই ফোনটিতে একটি ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০ জি প্রসেসরে চলে। এতে ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে পাবেন ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেলের পপ-আপ সেলফি ক্যামেরা।