Realme GT 2 Pro ট্রু ফ্ল্যাগশিপ স্মার্টফোন আগামী বছরের শুরুতে আসছে, দাম ও ফিচার ফাঁস হল

Realme তাদের প্রথম ট্রু ফ্ল্যাগশিপ স্মার্টফোন, Realme GT 2 Pro শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা কিছুদিন আগে এই ফোনটি IMEI সার্টিফিকেশন সাইটে RMX3301 মডেল নম্বরের সঙ্গে খুঁজে পেয়েছিল। এমনকি কিছুদিন আগে Realme GT 2 Pro বেঞ্চমার্কিং সাইট, AnTuTu -তে ১০ লক্ষ স্কোর করে শোরগোল ফেলে দিয়েছিল। এখন মুকুল শর্মা সংস্থার অফিসিয়াল সাইটের সোর্স কোডে Realme GT 2 Pro নামটি খুঁজে পেয়েছেন। এছাড়া ফোনটির লঞ্চের সময়, রেন্ডার, দাম ও স্পেসিফিকেশন সামনে এসেছে।

Realme GT 2 Pro আগামী বছরের শুরুতে আসছে

91Mobiles তাদের একটি রিপোর্টে দাবি করেছে, Realme GT 2 Pro ফোনটি ভারতের বাজারে ২০২২- এর প্রথম কোয়ার্টারে লঞ্চ হতে পারে। এর কিছুদিন আগে চীনে আত্মপ্রকাশ করবে ফোনটি। যদিও রিপোর্ট থেকে ফোনটির সঠিক লঞ্চের তারিখ জানা যায়নি।

এদিকে জনপ্রিয় টিপস্টার, স্টিভ হেমারস্টফার ওরফে অনলিকস (Steve Hemmerstoffer aka OnLeak), Realme GT 2 Pro ফোনের রেন্ডার, দাম ও স্পেসিফিকেশন ফাঁস করেছেন।

রিয়েলমি জিটি ২ প্রো- এর রেন্ডার (Realme GT 2 Pro Render)

অনলিক্স- এর এই রেন্ডার অনুযায়ী, রিয়েলমি জিটি ২ প্রো ফোনে প্রট্রুডেড বা বাইরের দিকে উচুঁ থাকা রিয়ার ক্যামেরা প্যানেল দেখা যাবে। এই ধরনের রিয়ার ক্যামেরা মডিউল এর আগে নেক্সাস ৬পি এবং পিক্সেল ৬ ফোনে
ছিল। রিয়েলমি জিটি ২ প্রো- এর ক্যামেরা মডিউলে ট্রিপল ক্যামেরা ও ডুয়াল এলইডি ফ্ল্যাশ থাকবে। মনে করা হচ্ছে GR লেন্স সহ ৫০ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা সেন্সর দেবে রিয়েলমি। মেটাল ফ্রেমের ব্যাক প্যানেলে সিরামিক কোটিং থাকতে পারে। যে রেন্ডারটি ফাঁস হয়েছে সেটির মাধ্যমে শুধু মোবাইলটির পিছনের দিকটিই প্রকাশ্যে এসেছে, সামনের দিকের কোনও ছবি এখনও অবধি প্রকাশ করা হয়নি। তবে মনে করা হচ্ছে রিয়েলমি জিটি ২ প্রো- এর সামনে পাঞ্চ-হোল ডিসপ্লে ও ইন- ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।

রিয়েলমি জিটি ২ প্রো ফোনের সম্ভাব্য দাম (Realme GT 2 Pro Expected Price)

অনলিক্স – এর দেওয়া তথ্য অনুযায়ী, রিয়েলমি জিটি ২ প্রো- এর বেস মডেলটির দাম হতে পারে ৭৯৯ মার্কিন ডলার (আনুমানিক ৬০,০০০ টাকা)। পূর্বে টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন (Digital Chat Station) দাবি করেছিল, চীনে এই প্রিমিয়াম ফোনটির বেস মডেলের দাম হতে পারে ৪,০০০ ইউয়ান (আনুমানিক ৪৭,০০০ টাকা) এবং স্পেশাল ভ্যারিয়েন্টটির দাম রাখা হতে পারে ৫০০০ ইউয়ান (আনুমানিক ৫৯,০০০ টাকা)।

রিয়েলমি জিটি ২ প্রো স্পেসিফিকেশন (সম্ভাব্য) (Realme GT 2 Pro Expected Specifications)

অনলিক্স বলেছে, রিয়েলমি জিটি ২ প্রো ৬.৮ ইঞ্চি ডব্লিউকিউএইচডি+(WQHD+) OLED ডিসপ্লে সহ আসতে পারে। এই ডিসপ্লে ১২০ রিফ্রেশ রেট অফার করবে। এই ফোনে ব্যবহার করা হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন১ (Qualcomm Snapdragon 8 Gen1) প্রসেসর ।

ফটোগ্রাফির জন্য Realme GT 2 Pro- এর রিয়ার প্যানেলে দেখা যেতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর ও ৮ মেগাপিক্সেলের টেলিফোটো শুটার।

পূর্বে প্রকাশিত অন্য একটি রিপোর্টে বলা হয়েছিল, Realme GT 2 Pro ফোনে থাকতে পারে এলপিডিডিআর৫ (LPDDR5) র‍্যাম ও উএফএস ৩.১(UFS 3.1) স্টোরেজ। এছাড়া AnTuTu বেঞ্চমার্কিং ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছিল, Realme GT 2 Pro ফোনটি ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম ও ৫২১ জিবি UFS 3.1 স্টোরেজ সহ আসবে। এছাড়া সম্প্রতি জানা গেছে, Realme GT 2 Pro- তে থাকতে পারে ১২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনটি ওয়াইফাই ৬ এবং ব্লুটুথ ভি৫.২ সহ আসতে পারে।