ঘরে বসেই পাবেন DJ এর মতো সাউন্ডের মজা, 2000 টাকার কমে এই ব্লুটুথ স্পিকারগুলি সেরা

বর্তমান সময়ে ব্লুটুথ স্পিকারের জনপ্রিয় অনেকটাই বেড়েছে। কমপ্যাক্ট সাইজের কারণে ভ্রমণের সময়েও এই স্পিকার সাথে রাখা যায়। তাই দূরে কোথাও গিয়েও পার্টি করার জন্য ব্লুটুথ স্পিকার (Bluetooth Speaker) উপযুক্ত। আর আপনি যদি এই মুহূর্তে ২,০০০ টাকার কমে ব্লুটুথ স্পিকার কিনতে চান, তাহলে এই প্রতিবেদনটি পড়ে ফেলুন। এখানে আমরা সেরা কয়েকটি ব্লুটুথ স্পিকার নিয়ে কথা বলবো।

boAt Stone 650

মেটাল গ্রিলের সাথে আসা এই ব্লুটুথ স্পিকারে ব্যবহারকারীরা স্টেরিও চ্যানেল কনফিগারেশন পাবেন। দীর্ঘ ব্যাটারি লাইফ ছাড়াও এই স্পিকারে রয়েছে ইজি প্লেব্যাক কন্ট্রোল। এটি ১,৩৯৯ টাকায় কেনা যাবে। 

JBL Go 2

মনো-চ্যানেল কনফিগারেশনের সাথে আসা এই স্পিকারটি দীর্ঘ-পরিসরের ব্লুটুথ কানেক্টিভিটি অফার করে এবং ক্রিপস অডিও কোয়ালিটি সরবরাহ করে। অ্যামাজন থেকে শ্যাম্পেন এবং ব্ল্যাক কালার অপশনে ১,৬৯৯ টাকায় এটি কেনা যাবে। 

Philips BT40BK/94

মনো-চ্যানেল কনফিগারেশনের সাথে আসা এই স্পিকারটি চমৎকার অডিও আউটপুট দেয়। এর সাথে দুর্দান্ত মিউজিক প্লেব্যাক টাইম পাওয়া যায়। অ্যামাজন থেকে ক্রেতারা ১,৯৯৯ টাকার পরিবর্তে ১,৩৯৯ টাকায় এটি কিনতে পারবেন। 

Portronics Sound Drum POR-87

ড্রাম-স্টাইল ডিজাইনের এই স্পিকারটিতে ১০ ওয়াট পাওয়ার আউটপুট পাওয়া যায়। এটি স্টেরিও অর্থাৎ ২ চ্যানেল কনফিগারেশনের সাথে এসেছে। ক্রেতারা অ্যামাজন থেকে ২৯৯৯ টাকার ব্লুটুথ স্পিকারটি ১,৬৯৯ টাকায় কিনতে পারবেন।